পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় ও শালবনীতে অবস্থিত আনন্দমার্গ স্কুলে ২০ ও ২১শে সেপ্ঢেম্বর ৫ম বর্ষ গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে৷ দুটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রারাই যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছে গল্প পরিবেশনের ক্ষেত্রে৷ গোয়ালতোড় আনন্দমার্গ স্কুলে ৫৮ জন ও শালবনী স্কুলে ৩০ জন প্রতিযোগী অংশ নেয়৷ গোয়ালতোড় আনন্দমার্গ স্কুলের সেরা পাঁচ প্রতিযোগী হল-- ঋতম শৌ, প্রত্যুষা দে, আলোময় সরকার, সুহানী বিষই ও অমৃতা নন্দী৷ শালবনী আনন্দমার্গ স্কুলের সেরা পাঁচ প্রতিযোগী হল--- উজ্জ্বল কাসুন্দি, সৃজিতা মাহাত, ঋতু সিংহ,অঙ্কুশ জানা ও শুভজিৎ পাল৷ পুরস্কার বিতরণ ও শংসাপত্র প্রদানের আগে টিচার ইন চার্জ শ্রী জ্ঞানেন্দ্রনাথ জানা উপস্থিত সকলের সামনেRAWA-র উদ্দেশ্য সম্বন্ধে বলেন৷ বর্তমানে সাংস্কৃতিক অবক্ষয়ের বিরুদ্ধে ও সুস্থ সংস্কৃতির প্রচারে রাওয়ার কাজে সামিল হওয়ার আহ্বান জানান৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়