১০১ ফুট উঁচু বাঁশের দুর্গা

সংবাদদাতা
পি এন এ
সময়

দুর্গামূর্ত্তি গড়ার প্রতিযোগিতায় কিছুটা পা এগিয়ে গেল গুয়াহাটির বিষ্ণুপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি৷ এবার তাদের প্রতিমা ১০১ ফুট উঁচু বাঁশের দুর্গা৷ এটি নাকি গিনেস বুক ও রেকর্ডস্’-এ নাম তুলতে চলেছে৷ বিশ্বের সর্বোচ্চ বাঁশের স্থাপত্য হিসেবে এটি মান্যতা পেতে চলেছে৷

এর শিল্পী নূরউদ্দিন আহমেদ৷ তিনি বলেছেন, অনেকেই তাঁকে জিজ্ঞেস করেছেন, মুসলমান হয়েও কীভাবে তিনি দেবী মূর্ত্তি গড়ছেন৷ উত্তরে তিনি বলেন---শিল্পীর কোনও ধর্মমত হয় না৷