২০০০ টাকার নোট জাল হচ্ছে বেশী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন কালো টাকা ও জালনোটের কারবার বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়াহয়েছে৷

পুরোনো নোট বাতিলের পর বাজারে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ ওই সময় সরকার দাবী করেছিল বিশেষ পদ্ধতিতে  তৈরী নূতন নোট সহজে নকল করা যাবে না৷  নোট বাতিলের তিন বছর পর কেন্দ্রীয় সরকারেরই একটি দপ্তর ন্যাশনাল ক্রাইম রেকর্ডস্ ব্যুরোর প্রতিবেদনে জানাচ্ছে ২০১৭-১৮ সালে যে পরিমাণ জাল নোট উদ্ধার হয়েছে তার ৫৬ শতাংশ ২০০০ টাকার নোট৷ নোট বন্দী যে সব দিক দিয়েই ব্যর্থ ন্যাশনাল ক্রাইম ব্যুরোর সর্বশেষ এই প্রতিবেদনই তা স্পষ্ট করে দিয়েছে৷ প্রতিবেদনে আরও প্রকাশ সব থেকে বেশী জাল নোট উদ্ধার হয়েছে গুজরাট থেকে৷