২৫শে ফেব্রুয়ারী আনন্দমার্গ স্কুলের নিউ ব্যারাকপুরে আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নিজস্ব প্রতিনিধি ঃ গত ২৫ ও ২৬শে ফেব্রুয়ারী নিউ ব্যারাকপুর আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গের সেমিনার অনুষ্ঠিত হয়৷ এটি হল সেকেণ্ড ডায়োসিস স্তরের সেমিনার৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য তন্ময়ানন্দবার্ষিক সাংসৃকতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷ বিদ্যালয়ের শিশুদের ছড়া, আবৃত্তি, নাচ, গান উপস্থিত সবাইকে মোহিত করে দেয়৷ এই অনুষ্ঠানে শিক্ষা বিভাগের আধিকারিক শ্রী সুশেন মল্লিক তাঁর বক্তব্যে আনন্দমার্গের আদর্শ ও স্কুলের শিক্ষাপদ্ধতির ভূয়সী প্রশংসা করেন৷ অনুষ্ঠানে ডিগলিপুরের ইলেক্ট্রিক ডিপার্টমেণ্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র শ্রী নারায়ণ পাড়ুই সহ বহু বিশিষ্ট বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন৷ এই অনুষ্ঠানে আনন্দমার্গের আদর্শ ও শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে বক্তব্য রাখেন আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত ও আচার্য মুক্তিচেতসানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানের আয়োজনে নেতৃত্ব প্রদান করেন আচার্য বিতন্দ্রানন্দ অবধূত৷
অবধূত৷ উত্তর ২৪ পরগণার প্রায় সমস্ত ইয়ূনিট থেকে আনন্দমার্গীরা ওই সেমিনারে যোগ দিয়েছিলেন৷
এই সেমিনারের ব্যবস্থাপনা করেন ডায়োসিস সেক্রেটারী আচার্য সর্বগানন্দ অবধূত, ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস, অরবিন্দ কর প্রমুখেরা৷