আচার্য কীর্ত্যেশানন্দজীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে জুলাই আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আনন্দনগর ভেটেরিনারী কলেজের প্রিন্সিপ্যাল আচার্য কীর্ত্যেশানন্দ অবধূত পরলোক গমন করেন৷ দীর্ঘকাল তিনি অসুস্থ ছিলেন৷ চেন্নাইয়ের এক নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলছিল৷ সেখানেই গত ২১শে জুলাই তারিখে সকাল ১০টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

তাঁর মৃত্যুতে বিশেষ করে আনন্দনগর ভেটেরিনারী কলেজের ছাত্র-শিক্ষক ও আনন্দনগরের অন্যান্যকর্মী ও আনন্দমার্গীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে৷ গত ২২শে জুলাই ভেটেরিনারী কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল মাহাত, অন্যান্য শিক্ষক ও ছাত্ররা, তাঁর প্রাক্তন ছাত্ররা ও আনন্দনগরের সন্ন্যাসী অন্যান্য কর্মী ও আনন্দমার্গীরা ওই কলেজ হোষ্টেলের জাগৃতিভবনে মিলিত হয়ে প্রয়াত আচার্য কীর্ত্যেশানন্দ অবধূতের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন৷ এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আচার্য কীর্ত্যেশানন্দ অবধূতের স্মৃতিচারণা করে তাঁর অমর আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন আনন্দমার্গ গুরুকুলের কুলপতি আচার্য বিবেকানন্দ অবধূত, কমুনিটি  মেডিকেল কলেজের অধ্যক্ষ আচার্য সংযুক্তানন্দ অবধূত, আনন্দনগর নিজ পুরসভার চেয়ারম্যান আচার্য মুক্তানন্দ অবধূত, ভেটেরিনারী কলেজের টিচার ইনচার্জ গোপাল মাহাত, অন্যান্য শিক্ষকসহ অনেকেই৷ সকলে আচার্য কীর্ত্যেশানন্দ অবধূত দাদার সরল অনাড়ম্বর জীবন, তাঁর সাধনা ও সেবার প্রতি নিষ্ঠা প্রভৃতির বর্ণনা করে বলেন---আচার্য কীত্যেশানন্দজীর প্রয়াণে আনন্দনগরের অপূরনীয় ক্ষতি হ’ল৷ পরমপিতা যেন তাঁকে তাঁর স্নেহময় ক্রোড়ে স্থান দেন৷