অখন্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

তারকেশ্বর ঃ হরিশপুরে  শ্রী কমলপাত্রের বাসভবনে গত ২২শে জুলাই  ‘বাবা নাম কেবলম্’ মন্ত্রের অখণ্ড নাম সংকীর্ত্তনের  আয়োজন করা হয়৷ প্রায় দেড়শত আনন্দমার্গী এই কীর্ত্তনে  অংশগ্রহণ  করেন৷ কীর্ত্তনের পর মিলিত সাধনান্তে  আনন্দমার্গের  ধর্মসাধনার ওপর বক্তব্য রাখেন ব্রহ্মচারিনী অনিন্দ্যা আচার্য্যা৷

তিনি বলেন, সাধনার  দ্বারা  বহির্মুখী মনকে  অন্তর্মুখী করে  অন্তরস্থিত ঈশ্বরের দিকে  মনকে  চালিত করতে হয়৷  এইভাবে  আধ্যাত্মিক  আনন্দের  উপলদ্ধি হয়৷ এরপর আনন্দমার্গের  দর্শনের  ওপর  বক্তব্য রাখেন  শ্রী অভিদেব ও সত্যজিৎ  দাস৷ এরপর নারায়ণসেবার আয়োজন করা হয় ও উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷