আমতায় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া জেলার আমতা ১  নম্বর ব্লকে ভাঙ্গার গাছিয়া গ্রামে আমতা আনন্দমার্গ সুকলের প্রবীণ শিক্ষক শ্রী উৎপল ঘোষ মহাশয়ের বাড়ীতে তিন ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে পীযুষ গুছাইত ‘কীর্ত্তন মহিমা’র ওপর বক্তব্য রাখেন৷ শ্রী লক্ষ্মীকান্ত হাজরা বর্তমান সমস্যা ও আনন্দমার্গের আদর্শের ওপর বক্তব্য রাখেন৷ সাধনা সম্বন্ধে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ এরপর যথারীতি নারায়ণ সেবার আয়োজন করা হয়৷