আন্দুলে ছয় ঘণ্টা অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩শে এপ্রিল হাওড়া জেলার আন্দুল মৌরী গ্রামের আনন্দমার্গ আশ্রমে বাবা নাম কেবলমমহামন্ত্র সহযোগে ছয় ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ উক্ত কীর্ত্তনে স্থানীয় আনন্দমার্গীরা ছাড়াও প্রায় তিন শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন৷ এই কীর্ত্তনের প্রধান উদ্যোক্তা ছিলেন প্রয়াত কৃষ্ণপদ শীলের সমগ্র পরিবার ও শ্রী উত্পল কুণ্ডু চউধুরীর পরিবারের সদস্যরা৷ কীর্ত্তন শেষে কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন ভুপ্রিধান শ্রী সুব্রত সাহা, উত্পল কুণ্ডু চউধুরী ও আরও অনেকে৷ কীর্ত্তন শেষে প্রায় তিন শতাধিক গ্রামবাসীকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷