আনন্দ নগর সংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগরে বাবারস্মৃতি সৌধের নিকটে নদীতে  চেক ড্যামচেক ড্যাম বাবা মেমোরিয়াল

আনন্দনগরের বাবা’র স্মৃতি সৌধের  পাশে গুয়াই  (দক্ষিণা) নদীর ওপর আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূতের পরিচালনায় একটি  চেকড্যাম তৈরীর কাজ চলছে৷ এটিতে ব্যয় হবে এককোটি  টাকা৷ এখন পর্যন্ত ৩৫ লক্ষ টাকার  কাজ হয়েছে৷ আগামী বর্র্ষর পূর্বে  চেক ড্যামের   কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা আছে৷ কিন্তু  এখনও  অনেক টাকার প্রয়োজন৷ এই জনকল্যাণ মূলক কাজে উদার হস্তে সাহায্যের জন্যে আচার্য কল্যাণেশ্বরানন্দজী সকলের কাছে  আবেদন জানিয়েছেন৷

 

জন্ম দিবস পালন ও কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা ঃ ৯ই ফেব্রুয়ারী তারিখে চিৎমু গ্রামের বিশিষ্ট মার্গী ভাই চক্রধর  কালিন্দীর  বাড়ীতে  তিনঘন্টাব্যাপী কীর্ত্তনের মাধ্যমে কালিন্দীর পৌত্র চৈতন্যময়ের জন্মদিবস পালন করা হল৷ আচার্য  শিবপ্রেমানন্দ  অবধূত, চক্রধর  কুমার  ও ধনঞ্জয় মাহলী কীর্ত্তন পরিচালনা করেন৷ বহুমার্গী ভাই-বোন, পাড়া প্রতিবেশীর জনসমাগমে এই অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত  হল৷ আচার্য দেবপ্রেমানন্দ অবধূত  স্বাধ্যায় পাঠ করেন৷ বক্তব্য রাখেন রেকটার মাষ্টার আচার্য নারায়ণানন্দ অবধূত, আচার্য মুক্তানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷ গরীব বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে ২০জনকে  কম্বল বিতরণ ও দুইশতাধিক  মানুষকে নারায়ণসেবায় আপ্যায়িত করা হয়৷

গৃহপ্রবেশ

১১ই ফেব্রুয়ারী ঃ চিৎমুগ্রামে শ্রীপ্রয়াগচন্দ্র গঁরাই ও শ্রীমতি দময়ন্তি গরাই এর নবনির্মিত বাড়িটির গৃহ প্রবেশ আনন্দমার্গের চর্র্যচর্য মতে অনুষ্ঠিত হ’ল৷ ৩ ঘন্টা ব্যাপী অখন্ড কীর্ত্তন, গুরুপূজা  ও সাধনার পর  আচার্য শিবপ্রেমানন্দ অবধূত এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ৷ আচার্য মুক্তানন্দ অবধূত গৃহপ্রবেশ সম্বন্ধে বক্তব্য পেশ করেন৷ অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা নারীজাতির জাগরণ ও মর্র্যদা সম্বন্ধে বলেন৷ উমা নিবাসের হষ্টেল ও হাইস্কুলের  মেয়েরা প্রভাত সঙ্গীতের গৃহপ্রবেশের গানটি গেয়ে শোনায়৷ আচার্য সুবোধানন্দ অবধূত প্রভাত সঙ্গীত পরিবেশন করেন৷ সবশেষে প্রীতিভোজের আয়োজন করা হয়৷ নোতুন বাড়িটির নামকরণ করা হল ‘মধুকুঞ্জ’৷

নীলকণ্ঠ দিবসনীলকণ্ঠদিবস

১২ই ফেব্রুয়ারী ২০১৮ তারিখে বাবার বাড়ি ‘মধুমূর্চ্ছনা’ আনন্দনগর বেলামু পাহাড়ের সন্নিকটে নীলকন্ঠ দিবসটি মাহধূমধামের মধ্যে  পালন করা হল৷ ৩ ঘন্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহানাম মন্ত্রের  অখন্ড কীর্ত্তনে এলাকার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল৷ বিভিন্ন কীর্ত্তন টিম যেমন উমানিবাসের ছাত্রা ও দিদিরা, চক্রধর কুমার-ধনঞ্জয় মহালীর টিম ও চিৎমু কীর্ত্তন টিম কীর্ত্তনে অংশগ্রহণ করে৷ আচার্য শিবপ্রেমানন্দ অবধূত টিমগুলি পরিচালনা করেন৷ স্বাধ্যায় পাঠ করেন আচার্য দেবপ্রেমানন্দ অবধূত৷  নীলকন্ঠ দিবস সম্বন্ধে বক্তব্য রাখেন আচার্য নারায়নানন্দ অবধূত, আচার্য মুক্তানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷  শেষে ৫০০ জনের মতো নারায়ণসেবা করানো হল৷

সমস্ত অনুষ্ঠানটির উদ্যোক্তা হিসেবে ছিলেন আচার্য দিব্যপ্রকাশানন্দ অবধূত৷

শিবচতুর্দশী উৎসব

গত ১৩ই ফেব্রুয়ারী সারা দেশে মহাসম্ভূতি ভগবান সদাশিবের পূজা-আরাধনা হয়৷ সেই সঙ্গে পশ্চিম রাঢ়ের আনন্দনগর পূর্বপ্রত্যন্তের ডিমডিহা হিলে  আর এক মহাসম্ভূতি শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর নিবাসস্থলে  এই দিনটিকে  মহাসমারোহে পালন করা হয়৷ এদিন মার্গের সন্ন্যাসীও অন্যান্য আনন্দমার্গীরা প্রভাত সঙ্গীতে ‘শিবগীতিগুলি’ সমবেতভাবে গাইতে থাকেন  ও তারপর ‘বাবা নাম র্কেলম্’ অখন্ড কীর্ত্তনে আকাশ বাতাস  মুখরিত করতে থাকেন৷ এরপর বিশিষ্ট আনন্দমার্গী সত্যনারায়ণ নায়েক ও অন্যান্য সন্ন্যাসীরা ধর্ম আলোচনা করেন৷ এরপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷

২০ শে ফেব্রুয়ারী তারিখে চিৎমু গ্রাম নিবাসী শ্রী প্রেমচাঁদ গরাঁই-এর-পুত্র শুভদীপ গঁরাই-এর জন্মদিন উপলক্ষ্যে ৩ ঘন্টা ব্যাপী অখন্ড কীর্ত্তনে নেতৃত্ব দেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ বক্তব্য রাখেন আচার্য নারায়ণনন্দ অবধূত৷ এরপর যথারীতি প্রীতিভোজে সুস্বাদু স্বাত্ত্বিক আহার পরিবেশন করা হয়৷

আনন্দনগরে চক্ষু অপারেশন ক্যাম্পচক্ষু অপারেশন

নিজস্ব সংবাদাতা ঃ গত ১৮ই  ফেব্রুয়ারী আনন্দনগরে  আনন্দমার্গ আভা মেমোরিয়্যাল চ্যারিটেবল হাসপাতালে আনন্দমার্গের  চিকিৎসা বিভাগের  তরফ থেকে চক্ষু অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়৷ এতে ১৭০ জনের চক্ষু অপারেশন করা হয়৷  এই চক্ষু অপারেশন ক্যাম্প পরিচালনা করেন আচার্য নারায়ণানন্দ অবধূত৷