আনন্দ নগর সংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অখণ্ড কীর্ত্তন

গত ১১ই জুলাই আনন্দনগর সংলগ্ণ ধোগাজারা গ্রামে তিনঘণ্টা বাবা নাম কেবলম্ মহামন্ত্র অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় এই কীর্ত্তনে স্থানীয় মার্গী ভাই বোন ছাড়াও বহু সাধারণ মানুষও যোগ দিয়েছিলেন আনন্দনগরের সন্ন্যাসী দাদারা ও কর্মীরা  উপস্থিত ছিলেন

সিধি গ্রামে তিন ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন

নিজস্ব সংবাদদাতা ঃ গত ২রা জুলাই আনন্দনগরের সিধি গ্রামে  তিন ঘন্টাব্যাপী বাবা নাম কেবলম্ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় এই কীর্ত্তনে দুই শতাধিক ভক্ত যোগ দিয়েছিলেন কীর্ত্তন শেষে আচার্য মুক্তানন্দ অবধূত সাধক জীবনে কীর্ত্তনের গুরুত্ব বিষয়ের ওপর মূল্যবান বক্তব্য রাখেন সবশেষে নারায়ণ সেবারও আয়োজন করা হয়েছিল।

বাবানাম কেবলম্ মহামন্ত্রের ৫০ বছর পূর্ত্তি

নিজস্ব সংবাদদাতা ঃ ১৯৭০ সালের ৮ই অক্টোবর আমঝরিয়ায় বাবা অষ্টাক্ষরী মহানাম মন্ত্র বাবা নাম কেবলম্ মহানাম মন্ত্র কীর্ত্তন প্রবর্ত্তন করেন এই বছর তার ৫০ বৎসর পূর্ত্তি হল এই উপলক্ষ্যে গত ১৯শে জুলাই থেকে ২১শে জুলাই ৫০ ঘন্টা ব্যাপী রিলে অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় আনন্দনগরের বিভিন্ন ইউনিটে করোনা সংক্রান্ত পরিস্থিতিতে লকডাউনের বিধিনিষেধ মেনেই রিলে কীর্ত্তনের আয়োজন করা হয়।

টাটুয়াড়ায় মার্গী সম্মেলন

নিজস্ব সংবাদদাতা ঃ ২৬শে জুলাই আনন্দনগরস্থিত টাটুয়াড়া গ্রামে একদিনের মার্গী সম্মেলন অনুষ্ঠিত হয় ৫০জন মার্গীভাই-বোন এই সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনে আনন্দমার্গের আধ্যত্মিক জীবনধারা বিষয়ে আলোচনা করেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত তিনি সাংঘটনিক বিষয়ে পর্যালোচনা করে সম্মেলন শেষ করে।

শিক্ষা সরঞ্জাম বিতরন

নিজস্ব সংবাদদাতা ঃ গত ১৫ই জুলাই আনন্দনগর সংলগ্ণ একাধিক গ্রামে আনন্দমার্গের পক্ষ থেকে পঞ্চম-দশম শ্রেণীর ৬৬ জন ছাত্রদের হাতে সুকল ইউনিফর্ম, বই খাতা প্রভৃতি তুলে দেওয়া হয়।

গত ১৮ই জুলাই আনন্দনগরে আনন্দমার্গ মহিলাশাখার উমা নিবাসের পক্ষ থেকে একাধিক গ্রামের ছাত্রাদের হাতে বই খাতা ও সুকল ইউনিফর্ম প্রভৃতি তুলে দেওয়া হয়।

গত ২৮শে জুলাই সার্জু মাহাতো গ্রামে উমা নিবাসের পক্ষ থেকে ছাত্র-ছাত্রাদের হাতে বই, খাতা ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

বস্ত্র বিতরন

নিজস্ব সংবাদদাতা ঃ উমা নিবাসের অতিথি নিবাসে দুঃস্থ ছেলেমেয়েদের হাতে বস্ত্র তুলে দেন দিদি অবধূতিকা আনন্দ সুমিতা আচার্র্য।

মার্গীয় প্রথায় বিবাহ

নিজস্ব সংবাদদাতা ঃ গত ৫ই জুলাই আনন্দনগরের দাঁড়িকুড়ি গ্রামের নিরঞ্জন মাহাত ও বাসন্তী মাহাতোর কন্যা কল্যানীয়া সনকার সহিত চারগলি গ্রামের নাগেশ্বর মাহাতো ও উর্মিলা মাহাতোর পুত্র  সুশান্ত মাহাতোর বিবাহ সম্পন্ন হয় আনন্দমার্গে চর্যাচর্য বিধি মতে।

স্বাস্থ্য সচেতন সভা

নিজস্ব সংবাদদাতা ঃ গত ১৯শে জুলাই ডামরুঘুটু গ্রামে আনন্দমার্গ মহিলা শাখার পক্ষ থেকে নারীদের আধ্যাত্মিক জীবনধারা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে একটি সভার আয়োজন করা হয়েছিল এই সভায় বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ সুমিত্রা আচার্যা।

বৃক্ষরোপন অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা ঃ গত ২৬শে জুলাই আনন্দমার্গ কলেজ ও কোটশিলা বনদপ্তরের পক্ষ থেকে টাটুয়াড়া আনন্দমার্গ সুকলে বৃক্ষরোপন করা হয় সম্মানীয় অতিথি বন দপ্তরের আধিকারিক গ্রামবাসীদের হাতে চারাগাছ তুলে দেয় বৃক্ষরোপন শেষে তিনি গ্রামবাসীদের কিভাবে গাছের যত্ন নিতে হবে তা বিস্তারিত বুঝিয়ে বলেন সবশেষে ছোট ছোট ছেলে মেয়েদের খাতা, রঙ পেন্সিল ও মিষ্টান্ন বিতরন করেন।

মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা ঃ হাওড়া জেলার দক্ষিণ চাঁদচক গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী মহানন্দ সামন্ত গত ৬ই জুলাই পরলোক গমন করেন ১৬ই জুলাই দক্ষিণ চাঁদচক গ্রামের আনন্দমার্গ সুকলে ওনার শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ও আনন্দমার্গ সমাজ শাস্ত্রের ওপর বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন আচার্য সেবাব্রতা নন্দ অবধূত স্থানীয় মার্গী ভাইবোন ও বহু গ্রামবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শ্রী মহানন্দ সামন্তর দীর্ঘ সংঘ জীবনের স্মৃতিচারণা করেন ডায়াসিস সেক্রেটারি আচার্য সুবিকাশানন্দ অবধূত, ভুক্তিপ্রধান শ্রী সুব্রত সাহা, শ্রী লক্ষ্মীকান্ত হাজরা, মহানন্দ সামন্তর পুত্র বাবুসোনা সামন্ত প্রমুখ।