আনন্দ নগরে ২৪ ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগর ঃ পুরুলিয়া জেলায় আনন্দনগরের সন্নিকটে চিতমু গ্রামে গত ৯ই মার্চ থেকে ১০ইমার্চ আনন্দমার্গের জাগৃতিভবনে (ধ্যানমন্দির) ২৪ঘন্টাব্যাপী অখণ্ডকীর্ত্তনের  আয়োজন করা হয়৷ এই কীর্ত্তন পরিচালনা করেন আচার্য শিবব্রতানন্দ অবধূত, আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত, আচার্য সুবোধানন্দ অবধূত ও আনন্দমার্গের  স্থানীয় কমিটি৷

কীর্ত্তনের মিলিত সাধনান্তে আচার্য মোহনানন্দ অবধূত ও আচার্য নারায়ণানন্দ অবধূত  আনন্দমার্গের সাধনা ও কীর্ত্তনমাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন৷ তাঁরা বলেন, সাধনা ও কীর্ত্তন মানুষের মনকে পবিত্র  করে, মানুষের মনকে শুভপথে পরিচালিত করে ও মানবজীবনকে  সার্থক করে তোলে৷

কীর্ত্তনের পর পাঁচ  শতাধিকভক্তকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়।