আনন্দমার্গ সেবাদলের পক্ষ থেকে তাঁতিগেড়িয়া প্রাথমিক বিদ্যালয় দন্ত পরীক্ষা শিবির, সদাব্রত ও বৃক্ষরোপণ অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুরের ২৫ নং ওয়ার্ডের তাঁতিগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে আনন্দমার্গ সেবাদলের পক্ষ থেকে বিনামূল্যে দন্ত পরীক্ষা শিবির, ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা ও পেনসিল বিতরণ ও সবশেষে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়৷ অতিথি বরণের পর উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা কল্পনা গিরি সহ-শিক্ষক নিত্যানন্দ বেরা ও মেদিনীপুর ডায়োসিস সচিব আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত ৷ কীভাবে দাঁতের যত্ন নেওয়ার দরকার সে সম্বন্ধে বক্তব্য রাখেন ডাঃ সায়নী মুখার্জী৷ ছাত্র-ছাত্রাদের দন্ত পরীক্ষার পর তাদের হাতে খাতা ও পেনসিল তুলে দেওয়া হয়৷ সবশেষে বিদ্যালয়ের সামনে একটি কামিনী ফুলের চারা রোপণ করা হয়৷ অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে শিক্ষক অশিক্ষক কর্মী সহ অভিভাবকগণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন৷