আনন্দমার্গের আদর্শ ও দর্শনের  প্রচারে শুরু হচ্ছে প্রথম ডায়োসিসসেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ষান্মাসিক ধর্ম মহাসম্মেলনের শেষে মার্গ-দর্শন মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয় আলোচনাসভা৷ করোনা ও লক্‌ডাউনের কারণে গত গ্রীষ্মকালীন ধর্মমহাসম্মেলন ও সেমিনারের আয়োজন করা সম্ভব হয়নি৷ তবে এবার করোনার প্রকোপ অনেকটা কমে যাওয়ায় ও লক্‌ডাউন উঠে যাওয়ায় আন্তর্জাতিক নববর্ষের ধর্মমহাসম্মেলন সাফল্যের সঙ্গে সমাপ্ত হওয়ার পর আয়োজন চলছে আলোচনাসভার৷ কলিকাতা ও শিলং সার্কেলকে চারটে করে জোনে ভাগ করে এই আলোচনাসভা শুরু হচ্ছে৷

আগামী ২২,২৩ ও ২৪শে জানুয়ারী কলিকাতা সার্কেলে মেদিনীপুর ও শিলং সার্কেলে গুয়াহাটিতে আলোচনা সভা শুরু হচ্ছে প্রথম ডায়োসিস স্তরে৷ পরবর্তী সেমিনার হবে বর্ধমান ও লামডিং-এ আগামী ২৯,৩০,৩১শে জানুয়ারী৷ তৃতীয় দফার সেমিনার হবে কলিকাতা সার্কেলে বনগাঁ ও শিলং সার্কেলে শিলচরে আগামী ৫,৬ ও ৭ই ফেব্রুয়ারী৷ চতুর্থ তথা শেষ দফার সেমিনার অনুষ্ঠিত হচ্ছে ১২,১৩ ও ১৪ই ফেব্রুয়ারী শিলিগুড়ি ও আগরতলায়৷ এইভাবে ব্লক ও পঞ্চায়েত স্তর পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে৷

তিন দিবসীয় এই আলোচনাসভাগুলিতে মার্গদর্শনের আধ্যাত্মিক ও সামাজিক অর্থনৈতিক তত্ত্বের বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হবে৷ আধ্যাত্মিক বিষয়ের মধ্যে থাকছে ‘আধ্যাত্মিক অনুশীলনই সূচ্যগ্র স্তরে পৌঁছানোর পথ’ ও ‘স্বগত অভিভাবন ও পরগত অভিভাবন’৷ সামাজিক অর্থনৈতিক বিষয়ে আলোচনা হবে ‘সামাজিক মনস্তত্ব’ ও ‘অর্থনীতির চারটি ধারা’৷

এছাড়া সাংঘটনিক পর্যালোচনা,সংঘটনের ও মার্গের দর্শন ও আদর্শের প্রচার ও প্রসারে আগামী ছয় মাসের কর্মসূচী গ্রহণ করা হবে ও সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করা হবে৷ প্রত্যহ থাকছে মিলিত আধ্যাত্মিক অনুশীলন,কীর্ত্তন,সান্ধ্যকালীন সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন৷ স্থানীয় কর্ষক, শ্রমিক ও ছাত্রযুবদের নিয়ে বিশেষ আলোচনা ও বিতর্কসভার আয়োজনও করা হবে৷