আনন্দমার্গীয় বিধিতে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলিকাতা, ১৬ই জানুয়ারী ঃ গত ১৬ই জানুয়ারী দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে আনন্দমার্গীয় বিধিতে একটি বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠান হয়৷ পণপ্রথা ও জাতিভেদ প্রথা সহ সর্বপ্রকার কুসংস্কারমুক্ত এই বিবাহ অনুষ্ঠানে পাত্র ছিলেন আটঘরা সুভাষ পার্ক, ঢালুয়া নিবাসী শ্রীমান অমল সামন্ত (পিতা প্রয়াত শ্রী বসন্ত  সামন্ত ও মাতা শ্রীমতী ছবি সামন্ত ) ও পাত্রী ছিলেন দক্ষিণ কাশিপুর, থানা পাথরপ্রতীম জেলা দক্ষিণ ২৪ পরগণা নিবাসী কল্যাণীয়া টুম্পা রাউথ (পিতা প্রয়াত শ্রী সুশান্ত রাউথ ও মাতা শ্রীমতী সন্ধ্যা রাউথ)৷ অনুষ্ঠানে আনন্দমার্গের বহু সন্ন্যাসী-সন্ন্যাসিনী ও পাত্র ও পাত্রীর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের উপস্থিতিতে এই বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হয়৷

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববন্দিত মহান দার্শনিক ও সঙ্গীতগুরু শ্রী প্রভাতরঞ্জন সরকার তথা ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত পরিবেশিত হয় ও মানব মুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজার পর মূল অনুষ্ঠানটি শুরু হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দকীর্ত্তিলেখা আচার্যা ও অবধূতিকা আনন্দভীষা আচার্যা৷

আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহের বৈশিষ্ট্যের ওপর বক্তব্য রাখেন আচার্য প্রসূণানন্দ অবধূত৷ বিবাহ অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ দীপ্তা আচার্যা৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আচার্য প্রমথেষানন্দ অবধূত৷ উপস্থিত অতিথিবর্গকে সুস্বাদু স্বাত্তিক আহারে আপ্যায়িত করা হয়৷ উপস্থিত অতিথি অভ্যাগতরা এই  বৈপ্লবিক বিবাহ বিধির ভূয়সী প্রশংসা করেন৷

l মেদিনীপুরে বৈপ্লবিক বিবাহ ঃ মেদিনীপুর জেলার গড়মনোহরপুর, দাঁতন নিবাসী অমরেন্দ্রনাথ দাস ও পদ্মরাণী দাস-এর পুত্র শুভদীপের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার তালবন্ধ গ্রামের, আমডার কেশিয়ারী নিবাসী শ্রী মানিক কুমার মাইতি ও ছবি রাণী মাইতির কন্যা শিল্পার সহিত ১৫ই জানুয়ারী আনন্দমার্গের সমাজশাস্ত্র  চর্যাচয অনুসারে বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য সুবিকাশানন্দ অবধূত, পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন  ব্রহ্মচারিণী অনিন্দিতা আচার্যা৷ বৈপ্লবিক বিবাহের বৈশিষ্ঠ্যের ওপর বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷