আনন্দমার্গীয় প্রথায় বিবাহ অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪শে এপ্রিল আনন্দমার্গের বিধি অনুসারে একটি বিবাহ অনুষ্ঠিত হয়৷ এই বিবাহে পাত্র ছিলেন শ্রীমান দীপক৷ পিতা যোগেশ্বর কুমার ও মাতা শ্রীমতী সারথী কুমার৷ গ্রাম-ডাঙ্গাতোরা, বাগমুণ্ডি পুরুলিয়া৷

আর পাত্রী ছিলেন কল্যাণীয়া সুষমা৷ পিতা উত্তমকুমার ও মাতা শ্রী প্রমীলা কুমার৷ এঁরাও বাগমুণ্ডি ব্লকের বাসিন্দা৷

অনুষ্ঠানে প্রভাতসঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত৷ আনন্দমার্গের বিবাহ পদ্ধতির বৈশিষ্ট্যের ওপর বক্তব্য রাখেন আচার্য নারায়ণানন্দ অবধূত ও আচার্য মোহনানন্দ অবধূত৷ বিবাহ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য মুক্তানন্দ অবধূত ও পাত্রীপক্ষে আনন্দ সুমিতা আচার্যা৷