আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে আনন্দমার্গ প্রকাশনের বুকষ্টল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতা ঃ কলকাতা সল্টলেকে গত ২৯শে জানুয়ারী ২০২০ বুধবার করুণাময়ীর মোড়ের কাছে সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে বুক সেলার্স অ্যাণ্ড পাবলিসার্স গিল্ড আয়োজিত আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হ’ল৷ প্রতি বছরের মত এবারও আনন্দমার্গ প্রকাশনের পক্ষ থেকে মেলায় বুকষ্টল  দেওয়া হয়েছে৷ বুকষ্টল নং ৪৫০৷ এই বুকষ্টলে আনন্দমার্গ প্রকাশনের বিপুল পুস্তক সম্ভার রয়েছে---যেমন শিশু সাহিত্য, যোগ ও তন্ত্রের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, যোগের সঙ্গে মনস্তত্ত্বের সম্পর্ক,শিব ও কৃষ্ণের সঠিক মূল্যায়ন, ভাব-ভাষা-ছন্দের অপরূপ মেলবন্ধনে রচিত প্রভাত সঙ্গীত,  বাংলা-বাঙালীর ইতিহাস, সামাজিক-অর্থনৈতিক তত্ত্ব ‘প্রাউট’ সম্পর্কিত পুস্তক সম্ভারে সজ্জিত আনন্দমার্গের বুকষ্টল৷২৯শে জানুয়ারী থেকে  ৯ই ফেব্রুয়ারী প্রতিদিন এই মেলা বেলা ২-টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত খোলা থাকছে৷ প্রবেশ অবাধ৷