আপ্তবাক্য

লেখক
পত্রিকা প্রতিনিধি

‘‘প্রত্যেক মানুষের ভালো দিকটাকে খুঁজতে চেষ্টা করো আর সব সময় মন্দটা তাঁর উপরে ছেড়ে দাও যিনি এই মানব জাতির সৃষ্টির করেছেন ’’ ৷                       ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার

‘‘সমাজের মধ্যে যদি একতা আনতে হয় তবে সর্বপ্রথমে যে অর্থনৈতিক ও সামাজিক পার্থক্য, উচ্চ নীচ মনোভাব রয়েছে তাকে দূর করতে হবে৷ কারণ যেখানে একজন বিলাসব্যসনে দিন কাটায়, আর একজন না খেতে পেয়ে শুকিয়ে মরে, সেখানে মৈত্রীর ৰন্ধন  কল্পনা করা যায় না৷ ...ক্রীতদাসের সাথে ক্রেতার কখনো ঐক্য হতে পারে না৷... প্রতিটি মানুষকে বোঝাতে হবে যে পৃথিবীর সমস্ত সম্পদ প্রত্যেকের সাধারণ সম্পত্তিষ সবারই একে ভোগ করবার জন্মগত অধিকার রয়েছে৷ এই অধিকারে হস্তক্ষেপ করা কখনোই চলবে না৷ তাই প্রত্যেককেই জীবনযাত্রার নিম্নতম মান দিতে হবে ’’৷                            ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার