September 2020

ইতিহাসে উপেক্ষিতা তোসিকো

কণিকা দেবনাথ

স্বাধীনতা সংগ্রামে বাঙলার মেয়েদের অবদান আমরা কম বেশি ইতিহাসে পড়ি কিন্তু ভারতবর্ষ থেকে বহু দূরে জাপানের একটি মেয়ের অবদান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কম নয় 
বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অনন্য যোদ্ধা সাম্রাজ্যবাদী ব্রিটিশ তার মাথার দাম ধার্য করেছে তৎকালীন সময় এক লক্ষ টাকা তাই দেশে থাকা তাঁর পক্ষে আর নিরাপদ নয়

বছর শেষে শুরু হতে চলেছে - ভারত বনাম অষ্ট্রেলিয়ার টেস্টসিরিজ

বছরের শেষে নভেম্বর ডিসেম্বরে  অষ্ট্রেলিয়ায় যাচ্ছে ভারত ২০২০ কুড়ির একেবারে শেষের দিকে শুরু হতে চলেছে ভারত বনাম অষ্ট্রেলিয়ার টেস্ট সিরিজ সেই খেলা নিয়ে এখন থেকেই ক্রীড়ামহলে যথেষ্ট উত্তাপ বাড়তে শুরু করেছে
বিভিন্ন ক্রীড়াবিদরা মনে করছেন, অষ্ট্রেলিয়ার ব্যাটিংকে চাপে রাখতে ভারতের প্রয়োজন বোলিং আক্রমণ, ভারতের যা বোলিং দক্ষতা আছে  তা দিয়ে অষ্ট্রেলিয়াকে চাপে ফেলা যাবে 

এশিয়ান গেমসে সোনা জিতেও অর্জুন পুরস্কার থেকে বঞ্চিত  দুই বাঙালি

 প্রণব বর্ধন ও শিবনাথ দে এই জুটি এশিয়ান গেমসে সোনা ছাড়াও ২০১৬ সালে সিওলে এশিয়া প্যাসিফিক ব্রিজে সোনা জিতেছিলেন ২০১৭ সালে গোয়ায় এশিয়া কাপে ব্রোঞ্জ পেয়েছিলেন তারা এগুলি জেতা সত্ত্বেও বিচারকদের বিচারে পয়েন্ট সিস্টেমে তাদের পয়েন্ট কম থাকায় এবছর তারা অর্জুন পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছেন তাই এই পরিপ্রেক্ষিতে দক্ষিণ কলকাতার সন্তোষপুর নিবাসী  প্রণব বর্ধন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন---খেলাটা  আমাদের ধর্ম, আমি আমার কাজ করেছি এশিয়ান গেমসে ভারতেরপ্রতিনিধিত্ব করেছি, স্বর্ণপদক জিতেছি, আমার দেশের পতাকা সবার উপরে তুলেছি, দেশকে ও নিজেকে গর্বিত করেছি, এটা আমার কর্তব্য , সেটা আমি মনে করি,  এবার আমাকে কতটা সম্মান দ

প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে আমরা বাঙালীর শোক প্রকাশ

দক্ষ রাজনীতিবিদ ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হন গত ৩১শে আগষ্ট তাঁর মৃত্যুতে আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুল রায় এক শোকবিজ্ঞপ্তিতে বলেন---দক্ষ রাজনীতিক, প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াণে আমরা শোকাহত তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গকে আমরা গভীর সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করি 

বাঙালী কর্ষক ও শ্রমজীবী সমাজের ডেপুটেশন

আগরতলা ঃ গত ৩রা সেপ্ঢেম্বর বাঙালী কর্ষক সমাজ ও শ্রমজীবী সমাজের খোয়াই ব্লক কমিটির পক্ষ থেকে ১৭ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি খোয়াই ব্লক অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় তাদের দাবীগুলির মধ্যে অন্যতম ছিল---কর্ষকদের হাতে উন্নতমানের বীজ, সার, কীটনাশক ঔষধ ও প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি স্বল্পমূল্যে দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে কৃষিজাত শস্য সুরক্ষার জন্য প্রতি ব্লকে হিমঘর স্থাপন করতে হবে ও প্রতি ইঞ্চি জমিতে জল সেচের ব্যবস্থা করতে হবে সমস্ত অনাবাদী জমিকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে চাষ যোগ্য করে তুলতে হবে

প্রভাত সঙ্গীত দিবসে রাওয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান

আগামী ১৪ই সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীত দিবস কেন্দ্রীয় রাওয়া সচিব আচার্য তন্ময়ানন্দ অবধূত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও কলকাতার কেন্দ্রীয় আশ্রমে রাওয়ার পক্ষ থেকে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ প্রভাত সঙ্গীত ও প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্য ও নৃত্যালেখ্য---গানে জেগেছিলে তুমি প্রাণে, সেই সঙ্গে প্রভাত সঙ্গীত পরিবেশিত হবে সেতার বাঁশির মাধ্যমে দেশ বিদেশের বহু বিশিষ্ট শিল্পী উক্ত অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করবেন যে কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন অনলাইনে ফেসবুকের  মাধ্যমে

সৎ চোর!

বর্ধমান শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা শেখ হীরা সপরিবারে আত্মীয়ের বাড়ী যান ঘরে তালা দিয়ে রাতে ঘরে ফিরে দেখেন দরজার তালা ভাঙা ভিতরে প্রবেশ করে দেখেন আলমারি ভেঙে কয়েক ভরি সোনার গয়ণা ও লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোর থানায় খবর যায় খোঁজ খবর শুরু করে পুলিশ, কিন্তু একদিন পরেই সকালে হীরার কাছে ফোন আসে তখন তিনি কাজে বেরিয়েছেন ফোনের ও প্রান্ত থেকে তাকে বলা হয়--- এখনি বাড়ী ফিরে যান

ভয়ঙ্কর সামাজিক অর্থনৈতিক সংকট ঘনিয়ে আসছে -  অর্থনীতি ও জীবন ধারায় বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন

আশঙ্কা ছাপিয়ে আর্থিক সঙ্কোচন ২৪ শতাংশের কাছাকাছি এখান থেকে ঘুরে দাঁড়াবার আশা খুবই কম অর্থনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন আর্থিক সংস্থা সেই আশঙ্কার কথাই শোণাচ্ছে যদিও শাসকদলের নেতামন্ত্রীরা আশ্বাস দিয়ে যাচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অবশ্য অর্থনীতির সঙ্কটের দায় ভগবানের  ঘাড়ে চাপিয়েছেন এই নিয়ে তাঁকে ঘরে বাইরে অনেকেই কটাক্ষ করে চলেছেন বিরোধীরা বলছেন অর্থনীতির দৈনদশা করোনা সংক্রমণের অনেক আগে থেকেই সম্প্রতি অর্থমন্ত্রীর স্বামী পরকাল প্রভাকর বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে অর্থমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন---আসল দৈবদুর্বিপাক অর্থনীতির সঙ্কটের মোকাবিলায় সরকারের মধ্যে সুসংহত ভাবনা-চিন্তার অভাব কোভিড তো

লাদাখ সীমান্তে যুদ্ধের মহড়া!

লাদাখ সীমান্তে ভারতের সীমা দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে চীনের লালফৌজ মাতৃভূমি রক্ষার জন্যে বুক চিতিয়ে সীমান্তে পাহারা দিচ্ছে ভারতীয় সেনা দীর্ঘ ৪৫ বছর পর সীমান্তে গুলি চলল পরপর দুদিন এর আগে সীমান্তে শেষগুলি চলেছিল ১৯৭৫ সালে অরুণাচল সীমান্তে চীনের সরকারী মুখপাত্রে ভারতের  বিরুদ্ধে যুদ্ধের হুমকিও দেওয়া হয় ৭ই সেপ্ঢেম্বর রাতে চীনা ফৌজ সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে অনুপ্রবেশের চেষ্টা করে ভারতীয় সেনার প্রতিরোধের সামনে অনুপ্রবেশে ব্যর্থ হয়েই লালফৌজ শূন্যে গুলি চালায় প্রতিরক্ষামন্ত্রক থেকে জানান হয় ভারতীয় সেনা যথাযথভাবে চীনা আগ্রাসন রুখে দিয়েছে বিদেশমন্ত্রী এস শঙ্কর  বলেন--- লাদাখ সীমান্তের অবস্থা খুব

ব্রাজিলকে ছাড়িয়ে গেল ভারত

ব্রাজিলকে ছাড়িয়ে গেল ভারত, ব্রাজিলকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারত তবে ফুটবলে নয়, করোনায় করোনা সংক্রমনে ভারত এখন দ্বিতীয়স্থানে দৈনিক সংক্রমণে ভারত এখনও প্রথম স্থানেই আছে---দৈনিক ৭০-৯০ হাজার পর্যন্ত সংক্রমিত হচ্ছে

একশ্রেণীর বিজ্ঞানী ও গবেষকগণ মনে করেন দৈনিক সংক্রমনের যে হিসাব তার চেয়ে পাঁচ থেকে দশ গুন বেশী সংক্রমিত, কারণ হিসাবে তাঁরা বলেন---জনসংখ্যার একটা বড় অংশ পরীক্ষার বাইরে থাকছে শুধমাত্র উপসর্গযুক্ত ব্যষ্টিদেরই পরীক্ষা করা হয়