অসমে বাঙালী নির্যাতনের প্রতিবাদে রোটারী ক্লাব হলে বুদ্ধিজীবীদের সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

Intellectuals meeting 1অসমে বিদেশী আখ্যা দিয়ে বাঙালী বিতাড়নের বিরুদ্ধে ও নাগরিকপঞ্জী প্রণয়নের নামে বাঙালী নির্যাতনের বিরুদ্ধে গত ২৮শে জুলাই উত্তর কলকাতার রোটারি ক্লাবের সভাকক্ষে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়৷  সভার শুরুতে ‘বাঙলা আমার দেশ, বাঙলাকে ভালবাসি’---এই প্রভাতসঙ্গীতটি দিয়ে সভার উদ্বোধন হয়৷ সঙ্গীতটি পরিবেশন করেন সুরশ্রী মাইতি, তবলায় সঙ্গত করেন কালীপদ পোড়েল৷ এরপর স্বাগত ভাষণ দেন শ্রী উজ্জ্বল ঘোষ৷ তারপর অসমে কীভাবে স্বাধীনতার পর থেকে এখানকার বাঙালীদের ওপর নির্যাতন চলছে,  ‘বাঙাল খেদা’ আন্দোলন হয়েছে, ‘নেলী গণহত্যা কাণ্ড’ও ঘটানো হয়েছে, লক্ষ লক্ষ বাঙালীকে ‘ডি-ভোটার’ ঘোষণা করে তাদের ডিটেনশন ক্যাম্পে রেখে তাদের ওপর অত্যাচার চলছে ও সম্প্রতি নাগরিকপঞ্জী নবীকরণের নামে কীভাবে এখানকার স্থায়ীভাবে বসবাসরত লক্ষ লক্ষ বাঙালীকে বিদেশী নাম নিয়ে বিতাড়নের চেষ্টা করা চলছে---এইসব ঘটনা তুলে ধরে ও এইসবের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রেখেছেন ‘আমরা বাঙালী’র সচিব বকুল চন্দ্র রায়, তারাপদ বিশ্বাস, বিশ্বজিৎ ভট্টাচার্য, গৌতম রায় (বিশিষ্ট লেখক ও ঐতিহাসিক), রক্তিম দাস (যুগশঙ্খের প্রধান সাংবাদিক), দেবাশীষ সাহা (এন আই এস), বিরাট বৈরাগী, সংঘমিত্রা রায় প্রমুখ নেতৃবৃন্দ৷

সুরশ্রী মাইতি ছাড়া সঙ্গীতা ঘোষও সভায় দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন৷