অসমে ভাষিক আগ্রাসনের প্রতিবাদে ‘আমরা বাঙালী’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নির্বাচনের আগেই ভাষিক আগ্রাসনের খাড়া এল৷ ১৭মার্চ সেবা একটি সার্কুলারের মাধ্যমে আসামে অসমিয়া ভাষাটিকে মাধ্যমিক স্তরে অবশ্যপাঠ্য করে দেবার সুচতুর প্রয়াস নিয়েছে৷ খুব বিচক্ষণতার সঙ্গে বরাক এবং বড়ো অঞ্চলকে এর বাইরে রাখার কথা বলেও অন অসমিয়াদের জন্য ইলেকটিভ অসমিয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করা হল এতে৷ রাজ্যভাষা আইনের সংশোধনী যেখানে বাংলা ভাষার রক্ষাকবচ অর্থাৎ ধারা''5 এরSafeguard of the use of  Bengali language in the District of Cachar'' বলে যে সংস্থান রাখা হয়েছিল এটাকে তার জায়গায় রেখেই এই ভাষিক অধিকার কেড়ে নেওয়ার এই যে প্রথম পদক্ষেপ তা স্পষ্ট৷ ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে  রাজ্যসচিব সাধন পুরকায়স্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এর প্রতিবাদ জানিয়ে শহিদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার অধিকার হরণের এ চক্রান্তের তীব্র নিন্দা করেছেন, ও বরাকের আপামর জনগণকে ১৯৬১,১৯৭২, ও ১৯৮৬ আন্দোলনের কথা তথা সেদিনের পাঠশালা, এম ই, হাই, এবং মাদ্রাসার শিক্ষক সহ সাধারণ জনগণের ভূমিকার কথা  স্মরণ করিয়ে, এ সার্কুলারে যে বরাক ছাড়াও ব্রহ্মপুত্র উপতক্যার বাঙালীরও ভাষিক অধিকারের উপরও কুঠারঘাত এদিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন৷ এই আগ্রাসন প্রতিরোধ করতে জাতি ধর্ম নির্বিশেষে গণআন্দোলন গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন শ্রী পুরকায়স্ত৷