আসুন...আমরা ঐক্যবদ্ধ হই---

লেখক
তপোময় বিশ্বাস

সকলকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই৷ বর্তমান ভারতবর্ষের সর্বত্র এক ভয়াল, উত্তাল পরিবেশ-পরিস্থিতির উদ্ভব হয়েছে৷ এই উদ্ভব প্রকৃতি সৃষ্টিনয়, এর পশ্চাতে রয়েছে দূরভিসন্ধিমূলক সাম্রাজ্যবাদ বিস্তার তথা অর্থনৈতিক লুঠপাটের মনস্তত্ত্ব৷ পাঠক নিশ্চয়ই অবগত আছেন, বর্তমান কেন্দ্রীয় সরকার অহিন্দীভাষী রাজ্যগুলিতে বলপূর্বক রাষ্ট্রশক্তির মাধ্যমে হিন্দী ভাষা-সংস্কৃতি চাপিয়ে সেই রাজ্যের বাসিন্দাদের সাংবাদিক অধিকার থেকে বঞ্চিত করবার নীল নকশা ছকছে৷ গত ৮ই অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন সংসদীয় ভাষা কমিটি কেন্দ্রীয় সরকারী দফতরের চাকুরীজীবীদের বাধ্যতামূলক হিন্দী জানতে হবে, কেন্দ্রীয় সরকারী পরীক্ষাগুলিতে ইংরেজি তুলে শুধুমাত্র হিন্দীভাষাতে নিতে হবে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র হিন্দী ভাষাতে শিক্ষা প্রদান করতে হবে এই মর্মে মাননীয়া রাষ্ট্রপতির নিকট আবেদন নিকট আবেদন পাঠিয়েছে৷ এছাড়াও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যগুলিতে এন.আই.এ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) এর শাখা খেলার ঘোষণার মধ্যে দিয়ে রাজ্যগুলির প্রশাসনিক ক্ষমতাকেও সঙ্কুচিত করবার প্রয়াস পরিলক্ষিত হচ্ছে৷ সাধারণ মানুষের স্বার্থ পূরণের প্রয়াসের চাইতে দলীয় স্বার্থ পূরণের আকাঙ্ক্ষার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিবাদ অত্যন্ত ক্ষীণ শোণাচ্ছে!

হিন্দী সাম্রাজ্যবাদী স্বৈরতান্ত্রিক শাসকের ‘এক ভাষা-এক ধর্মমত-একদেশ’ এই সংকীর্ণ নীতির বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আবশ্যিকতা রয়েছে৷ আসলেই মানুষের সুষ্ঠু ভাবনা, চিন্তার মাধ্যম হল তার মাতৃভাষা৷ সেই মাতৃভাষা চল সরিয়ে দিয়ে অন্যভাষা চাপানো হল তো  সুষ্ঠু ভাবনা চিন্তাও করার ক্ষমতাও বিদায় নিল৷ ভারতবর্ষ বহু ভাষা-সাংস্কৃতির মানুষের মিলন ক্ষেত্র৷ নিজ নিজ ভাষা সংস্কৃতির অভিপ্রকাশের মধ্য দিয়ে তারা নিজেদের মেলে ধরেষ সেখানে একটি মাত্র ভাষা চাপিয়ে দেওয়ার অর্থই হল সেইসব জনগোষ্ঠীর নিজস্বতা থেকে শত সহস্র হাত দূরে সরিয়ে তাদের মধ্যে এক হীনমন্যতা, ভয়বৃত্তি সঞ্চার করানো৷ উদাহরণ আমরা  একটু চোখ খুললেই দেখতে পাব-যেমন, আমরা দেখি পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা সহ বাঙালী অধ্যুষিত এলাকাগুলিতে বাঙালী হিন্দী ভাষায় কথা বলতে না পারলে তাকে রীতিমতো জাত-পাত, নাগরিকত্ব তুলে অপমান করা হয়! ভয়বৃত্তি তথা হীনমন্যতা বোধ আজ বাঙালী জাতির মধ্যে এতটাই সঞ্চারিত হয়েছে যে, তারা এই ঘটনার প্রতিবাদ তো দূরস্ত, নীরবে সহ্য করতে করতে  আজ বহিরাগত হিন্দী সাম্রাজ্যবাদী বাদামি শোষকের দলদাসে পরিণত হয়েছে! অপপ্রচার করা হয় হিন্দীতে কথা বলা আধুনিকতার পরিচয়, ভারতবাসী হিসেবে গৌরবের! ভাবতে অবাক লাগেনা? এই সেই বীর বাঙালী জাতির যে জাতি খালি পায়ে ফুটবল খেলে বুটধারী ব্রিটিশদের পরাজিত করেছে, ধুতি পরে যুদ্ধ করে ব্রিটিশদের ভারত ছাড়া করেছে৷ সেই বাঙালী জাতি আজ দলদাস! আমরা ভুলে যাই কেন? হিন্দী ভারতের রাষ্ট্রভাষা নয়৷ ভারতের কোন রাষ্ট্রভাষা নেই৷ সংবিধান  স্বীকৃতি প্রাপ্ত ২২টি তফশিলি ভাষার মধ্যে বাংলা ভাষা অন্যতম৷ মাতৃভাষার অবদমনের ফলহেতু ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক বুদ্ধিও লোপ পেতে থাকে৷ যেমন-বাঙলার কাঁচামাল বাঙলার বাইরে গিয়ে শিল্পোৎপাদন হয়ে আবার বাঙলাতেই ফিরে বাঙালীর কাছেই বিক্রি হয়ে, বাঙালীর পকেট কেটে লভ্যাংশের অর্থের বহিঃস্রোত ঘটানো হচ্ছে প্রতিদিন-প্রতিনিয়ত৷ বাঙালীরা বুঝতেই পারছে না, বা চাইছে না ওই কাঁচামালকে কেন্দ্র করে বাঙলাতেই শিল্পোজাত দ্রব্য সম্ভব হত, বাঙালী ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ হত, লভ্যাংশের অর্থ বাঙলাতেই বিনিয়োগ হয়ে বাঙলার বেকার সমস্যার কিছুটা হলেও সমাধান দিতে পারত৷ অর্থনীতিকে উন্নত করবার কতকগুলো শর্তের মধ্যে ‘অর্থের বহিঃস্রোত বন্ধ করা  অন্যতম কর্তব্য৷ আজ গোটা ভারতবর্ষ জুড়ে ঠিক এভাবেই অর্থের বহিঃস্রোত ঘটানো হচ্ছে৷ শিল্পোৎপাদনকে কেন্দ্রীভূত করে রেখে একটি বিশেষ অঞ্চল ও হাতে গোনা কয়েকজন মানুষ বাদে বাকী গোটা দেশবাসীদের তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে৷ এই ব্যাপারে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি না হতে পারে সেজন্য বিভিন্ন বিভেদমূলক, বিতর্কমূলক, ধর্মভিত্তিক জাত-পাত রাজনীতির তাস খেলে নিজেদের মধ্যেই ঝামেলাতে আবদ্ধ করে রেখে গোটা দেশে এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করেছে৷ তাই সকল শুভবুদ্ধিসম্পন্ন সচেতন দেশবাসীর উচিত-বিভেদকামী, বিভাজনকারী মতবাদের বিরুদ্ধে গর্জে ওঠা ও বিবিধের মধ্যে  যে মহান মিলন, অর্থাৎ ভারতবর্ষ তথা পৃথিবীর যত ভাষা-সংস্কৃতি রয়েছে সেগুলোকে ১০০ শতাংশই পরিব্যাপ্ততার মধ্যে দিয়ে নিজ নিজ অঞ্চলের অর্থনৈতিক স্বয়ম্ভরতা অর্জনের মধ্যে দিয়ে মহান লক্ষের পানে এগিয়ে চলার মধ্যেই শ্রেষ্ঠত্ব লুক্কায়িত রয়েছে৷ আসুন সকলে মিলে একসঙ্গে বলি---যত ভাষা,যত মত রহিয়াছে যত পথ সবারে শ্রদ্ধা মোরা করি অবিচল.. পাপের শত্রু মোরা ভালোদের বল, বাঁচাই মোরা তাদের যারা দূর্বল৷