বাঙলা ভাঙার চক্রান্তের প্রতিবাদে আমরা বাঙালীর বিক্ষোভ মিছিল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই জুলাই দার্জিলিংয়ে বাঙলাভাগের চক্রান্তে গোর্র্খল্যান্ড আন্দোলনের প্রতিবাদে আমরা বাঙালীর পক্ষ থেকে কলকাতার যাদবপুর থেকে দেশপ্রিয়পার্ক পর্যন্ত এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়৷  মিছিলে শ্লোগান ওঠে প্রাণ দেব কিন্তু বাঙলা ভাঙতে দেব না৷ মিছিলের দরুণ দক্ষিণ কলকাতায় যান চলাচল ব্যাহত হয়৷

মিছিলটি দেশপ্রিয় পার্কে পৌঁছলে এখানে এক সভায় আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়  ও সহসচিব তারাপদ বিশ্বাস বলেন, গোর্র্খরা বিদেশী৷ নেপাল থেকে জীবিকা অর্জনের  উদ্দেশ্যে দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ে  জীবিকা অর্জনের জন্যে বসবাসের সুযোগ পেয়ে  চরম বিশ্বাসঘাতকতা করে বাঙলার বুকে ছুরি মেরে বাঙলা ভাগের চক্রান্ত করছে৷ আসলে এর পেছনে নেপাল ও চীনের হাত আছে৷ বিদেশী শক্তির মদতে এরা দেশদ্রোহী কার্যকলাপে লিপ্ত৷ ক্ষমতালোভী গোর্র্খ জনমুক্তি মোর্র্চ একটানা বনধের  নামে দার্জিলিংয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার ফলে এলাকার জনজীবন বিপর্যস্ত৷ সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড খাদ্যভাবদলে দলে লোক সমতলে চলে আসছে৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকার দুয়ে মিলে এব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করে বিমল গুরুং সহ আন্দোলনের নেতাদের অবিলম্বে গ্রেফ্তার করতে হবে ও দার্জিলিংয়ে সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে৷

আমরা বাঙালীর নেতারা বাঙলা ভাগের এই চক্রান্তের প্রতিবাদে সমস্ত বাঙালীদের গর্জে ওঠার আহ্বান জানান৷