ব্যথা

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

অনুচ্চারিত সঙ্গীতের মত তোমার অস্তিত্ব

টের পাই মন্ত্র মথিত গোপন গভীর

সাত্ত্বিক সত্তায়৷

দ্বিধা থর থর কেটে যায়

বিলম্বিত বন্ধ্যা সময়

সময় কখনো হয় না ফলপ্রসূ

তুমি চলে গেলে, কাঁপিয়ে দিয়ে গেলে

মনন-ক্রিয়ায় সংস্থাপিত বিন্দু৷

যাওয়ার আগে কেন দিয়ে গেলে না

তোমার সত্য পরিচয়---

যা ছিল রহস্যময়,

যা ছিল আভাসে-ইঙ্গিতে, আচার্য-কথিত৷

তুমি চলে গেলে, দিয়ে গেলে শুধু

অনুভূতির জঠরে একরত্তি ব্যথা৷

তবু ভালো লাগে ব্যথা সইতে

সৃষ্টিশীল অন্তঃসত্ত্বা নারীর মতো৷

ডাকছে সে

সাধনা সরকার

মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে

ছুটবো সবাই চল

নোতুন প্রভাত ডাকছে আজ

সূর্য্যিমামা ঝলমল৷

কে যাবি আয়,আয় না ছুটে

পরম লগন কাছে

আয় না পলাশ আয় না চাঁপা

মন ভোমরা  নাচে৷

 আলো আলো আলো

সবকিছুতে আলো

অন্ধ তামস ছুটে পালায়

সবকিছু আজ ভালো৷

কে যেন আজ দাঁড়িয়ে আছে

দেখ না কাছে দূরে

ডাকছে সে আয় না  কাছে

মোহন বাঁশির সুরে৷