ডাকে ওই

লেখক
জ্যোতিবিকাশ সিন্হা

ওই শোন কে ডাকে মেঘমন্দ্রে দূরগগনে

কার আহ্বান সদা ভাসে মাতাল পবনে৷

বিদ্যুৎ শিখায় কার হাতের লক লকে বেত

অমোঘ পরাক্রমে অন্যায়-অবিচারে টানে ছেদ৷

বঞ্চিতা ধরিত্রীর শূন্য কোল ভরে দিতে

কার আশিস প্রবহমান কল্লোলিনী-স্রোতে

সৃষ্টির ধমনীশিরায় উষ্ণ শোণিত কম্পন

কোন্ যতিহীন সংগীত জাগায় অনুরণন

উদ্বেল বিশ্ববীণার ঝঙ্কৃত প্রতি তারে

ভাঙ্গ্, ভাঙ্গ্ স্বর ওঠে কার ভৈরব হুঙ্কারে

মানুষ হয়ে জন্মেছি সকলে গড়তে সুন্দর মানবসমাজ

জাত-ইজম-বর্ণ ভুলে করব কেবল নোতুন পৃথিবীর কাজ৷