দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বসেরার সাম্মানিক টীম ইণ্ডিয়ার

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত ২৫শে ফেব্রুয়ারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় করে টিম ইন্ডিয়া ও তার সাথে সাথে টেস্ট ম্যাচের র্যাঙ্কিংয়ে বিশ্বসেরার খেতাবও লাভ করে৷  টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষস্থান বজায় রাখার জন্য আইসিসি-এর পক্ষ থেকে  টেস্ট চ্যাম্পিয়্যানশিপ-এ স্মারক দন্ড দিয়ে সম্মানিত করা হয় টিম ইন্ডিয়া৷  কেপ টাউনে  তৃতীয়  টি-টোয়েন্টি  সিরিজ জয়ের দিনই ভারতীয় India won SAঅধিনায়ক বিরাট কোহালির হাতে  এই স্মারক দণ্ডটি তুলে দেন সুনীল গাওস্কার  ও গ্রেম পোলক৷

দক্ষিণ আফ্রিকা সফরে টীম ইণ্ডিয়া তিনটি টেস্ট, ছয়টি ওয়ানডে ম্যাচ ও তিনটি টি-২০ ম্যাচ খেলেছে৷ তার মধ্যে দুটি টেস্টে, একটি একদিনের ম্যাচে ও একটি টি-২০ ম্যাচে ভারতের হার হয়ছে৷ বাকি সবগুলিতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত৷ একদিনের সিরিজ ও টি-২০ সিরিজ সিরিজ জিতে নিয়েছে ভারত৷ ফলস্বরূপ বিশ্বের সেরার স্থানটিও এখন ভারতের পকেটে৷ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নিজেদের এক নম্বর স্থান পাকাপাকিভাবে নিশ্চিত করে ৩ এপ্রিল পর্যন্ত , এই কারণেই ভারত টেস্ট ক্রিকেটের অনন্য সম্মানের অধিকারী হয়৷ এই  সম্মান পাওয়ার পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি টুইট করে বলেছেন পর পর দু’ বার এই সম্মান পেয়ে তিনি খুবই খুশি ও আনন্দিত৷ তিনি  বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন৷ তিনি আরও বলেন , ‘‘এঁদের জন্যেই এটা সম্ভব হয়েছে৷ যেভাবে তাঁরা আমাদের সমর্থন করেন, কঠিন সময়ে মোটিভেট করেন তা অনস্বীকার্য’’৷