হিন্দি বিশ্ববিদ্যালয়ে স্থাপনের বিরুদ্ধে হাওড়ায় ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে প্রচণ্ড বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই মার্চ হাওড়া জেলার অন্তর্গত রামরাজাতলা ষ্টেশনের সন্নিকটে আরুপাড়ায় হিন্দি ভাষায় বিশ্ববিদ্যালয়ে স্থাপনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করতে এসেছিলেন৷ উক্ত দিনেই ‘আমরা বাঙালী’ দলের পক্ষ থেকে আরুপাড়ায় হিন্দি বিশ্ববিদ্যালয়ে স্থাপনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয় ও পথসভারও আয়োজন করা হয়৷ উক্ত পথ সভায় বিভিন্ন বক্তাদের ছিলেন কেন্দ্রীয় সহসচিব হিতাংশু ব্যানার্জী, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অর্ণব কুণ্ডু চৌধুরী ও হাওড়া জেলাকমিটির সদস্য উৎপল কুণ্ডু চৌধুরী৷ প্রত্যেক বক্তাই  হিন্দি বিশ্ববিদ্যালয়ে স্থাপনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন ও মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বক্তারা বলেন, পশ্চিমবাংলা সংলগ্ণ প্রতিবেশী রাজ্যগুলিতে বিশেষ করে  বাঙালী অধ্যুষিত এলাকায় স্কুল-কলেজের বাঙলা ভাষায় পঠন-পাঠন বন্ধ হয়ে গেছে৷ গত কয়েক বছর ধরে আপনি (মুখ্যমন্ত্রী) কেন উক্ত রাজ্যগুলিতে বাংলা ভাষা পঠন পাঠনের চাপ দিচ্ছেন না৷ অথচ আপনি হিন্দি ভাষা প্রচার প্রসারের জন্যে হিন্দি বিশ্ববিদ্যালয়ের খোলার পরিকল্পনা নিয়েছেন৷ ‘আমরা বাঙালী’দল এই ভাষানীতির তীব্র প্রতিবাদ করছে৷ পথসভা শুরুর আগে বাঙলার ওপরে লিখিত প্রভাত সঙ্গীত পরিবেশন করেন স্পান্দনিক গোষ্ঠীর শিল্পী শ্রী শংকর সরকার৷ হাওড়া জেলার সচিব রামচন্দ্র মান্না উদ্যোগে বিক্ষোভ সভাটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়৷