কৃষ্ণনগরে আনন্দমার্গীয় প্রথায় নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই এপ্রিল মঙ্গলবার কৃষ্ণনগর শহরের প্রান্তে বৈকুণ্ঠসবকের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীসুভাষ চন্দ্র সরকার ও শ্রীমতী রীতা সরকারের জ্যেষ্ঠ পুত্ত্র শ্রীমান মিলন ও পুত্ত্রবধু নবনীতার প্রথম পুত্ত্র সন্তানের আনন্দমার্গের সমাজশাস্ত্র অনুসারে নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান হয়৷ প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও মিলিত সাধনার পরে ব্রহ্মচারীণি রত্নদীপা আচার্যার পৌরোহিত্যে শিশুপুত্ত্রের নামকরণ ও অপ্রাশন অনুষ্ঠিত হয়৷ সকলে মিলিতভাবে শিশুটির নাম রাখেন ‘কুশল’৷

প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ বিভূর্কা আচার্যা ও ব্রহ্মচারীণি জয়তী আচার্যা৷ সমাজশাস্ত্রের ওপর বক্তব্য রাখেন প্রবীণ আনন্দমার্গী শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য৷ অনুষ্ঠান শেষে শতাধিক আমন্ত্রিত অতিথি অভ্যাগতকে সুস্বাদু নিরামিষ প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷