লণ্ডনে দ্বিতীয় সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি পেল বাংলা

সংবাদদাতা
পি. এন. এ.
সময়

বাঙালীর কাছে আনন্দের খবর লণ্ডনের দ্বিতীয় ভাষার তক্মা পেল বাংলা ভাষা৷ গ্রেট ব্রিটেনের মুল শহর লণ্ডনের মোট বাসিন্দা হলো ৩,১১,২১০ জনের মধ্যে ৭১,৬,০৯ জন বাংলা বলতে পারেন৷ এরপর আমাদের দেশে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এমন একটি ভাব দেখায় যেন বাংলা ভাষাকে যে কোন ভাবে উপড়ে ফেলা যায়৷ আজ বাংলা ভাষা ভারত ও বাঙলাদেশের বাইরেও অনেকগুলি দেশে ছড়িয়ে রয়েছে ও সেই দেশগুলি বাংলা ভাষা ও সংস্কৃতিকে স্বীকৃতি দিয়েছে৷ বিশ্বের দরবারে রাষ্ট্রসংঘ বাংলা ভাষাকে মিষ্টি ভাষার স্থান দিয়েছেন৷

মহান দার্শনিক তথা ভাষাবিদ ও কালজয়ী সঙ্গীত গুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত ৫,০১৮টি সঙ্গীতের (প্রভাত সঙ্গীত) একটি গানের কলিতে তিনি লিখেছেন ‘‘মধুর চেয়ে আরো মধুর আমার বাংলা ভাষা, আমার প্রাণের ভাষা’৷