মার্গীয় বিধিতে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে ফেব্রুয়ারী ত্রিপুরায় আনন্দমার্গীয় বিধিতে একটি বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হল৷ আনন্দমার্গীয় বিবাহ ব্যবস্থা পণপ্রথা, জাতিভেদ প্রথা সহ সর্বপ্রকার কুসংস্কার থেকে মুক্ত এই বিবাহে পাত্রী ছিলেন কল্যাণীয়া সীমা দাস---পিতা মতিলাল দাস ও মাতা রীণা দাস নিবাস পশ্চিম মালা, গোমতী, ত্রিপুরা আর পাত্র ছিলেন রঞ্জন দেব---পিতা নীরেণ দেব, মাতা দিপালী দেব, নিবাস ডিএসকলোনী, তেলিয়ামুড়া৷ এই বিবাহ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য গুরুদত্তানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ সুচীতা আচার্যা৷
আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহ সম্পর্কে বক্তব্য রাখেন প্রবীণ আনন্দমার্গী জহরলাল সাহা৷