ময়ূরভঞ্জে অখণ্ড কীর্ত্তন, চিকিৎসা শিবির ও নারায়ণ সেবা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৯ই মে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার কুসমি ব্লকের  অন্তর্গত সুনুয়া গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী যোগেশ্বর মাহাতর গৃহপ্রাঙ্গণে ৬ঘন্টাব্যাপী ‘বাবা নাম কে বলম্’ সিদ্ধমন্ত্রের অখণ্ড কীর্ত্তন হয়৷ এই কীর্ত্তন পরিচালনা করেন আচার্য চিরাগতানন্দ অবধূত৷ কীর্ত্তনের পর সাধনা ও ভক্তিতত্ত্বের ওপর বক্তব্য রাখেন সেবা ধর্ম ভুক্তিপ্রধান সুরেশ নায়েক৷ সারাদিন ধরে চিকিৎসা শিবিরেরও আয়োজন  করা হয়৷  ডাঃ যুধিষ্ঠির  মাহাতের পরিচালনায় শতাধিক  দুঃস্থ রোগীকে  বিনাব্যয়ে চিকিৎসা করা হয় ও ফ্রি ঔষধও দেওয়া হয়৷ সবশেষে নারায়ণ সেবায় সমস্ত ভক্তদের  আপ্যায়িত করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য ব্রতনিষ্ঠানন্দ অবধূত৷