নবান্নের সন্নিকটে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিদের বিরুদ্ধে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ ও পথসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া, ২৯শে আগষ্ট ঃ হাওড়া জেলার আমরা বাঙালীর কমিটির উদ্যোগে নবান্নের সন্নিকটে গোর্খা জনমুক্তির প্রতিনিধিদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয় ও নবান্নের আশেপাশে এলাকায় পথসভা করা হয়৷ এখানে উল্লেখ্য যে এদিন নবান্নের  গোর্খা জনমুক্তি ও জি.এন.এল.এফ-এর প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনার ব্যবস্থা করা হয়েছিল৷ তারই প্রতিবাদে ‘আমরা বাঙালী’র হাওড়া জেলা সচিব রামচন্দ্র মান্নার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়৷ উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব মাননীয় শ্রীবকুল চন্দ্র রায়৷ তিনি তাঁর বক্তব্যে পরিস্কার ভাবে বলেন, এই যে বিদেশী গোর্খাদের সাথে রাজ্য সরকার আলোচনার ব্যবস্থা তা সম্পূর্ণ অসাংবিধানিক৷ এই গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ে আন্দোলনের নামে সন্ত্রাস তৈরী করছে ও কোটি কোটি টাকার সম্পত্তি জ্বালিয়ে-পুড়িয়ে নষ্ট করেছে৷ অথচ রাজ্য সরকার এই সন্ত্রাসবাদীদের সাথে আলোচনা বসছেন৷ তাই আমরা বাঙালীর পক্ষ থেকে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়৷ আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব মাননীয় শ্রীবকুল চন্দ্র রায়ের বক্তব্যের পর এক এক করে বক্তব্য রাখেন স্থানীয় আমরা বাঙালীর সদস্য জয়ন্ত শীল, বাঙালী মহিলা সমাজের নেত্রী শ্রীমতী গোপা শীল ও আমরা বাঙালীর ছাত্রনেতা কৌস্তভ সাহা৷