নববর্ষ করি স্পর্শ

লেখক
শিবরাম চক্রবর্ত্তী

আমরা বাঙালী ভালই জানি

বাঙালীস্তানের নববর্ষ,

আনন্দের সে এক মূর্ছনায়

বাঙালীর মন করে স্পর্শ৷

আমরা বাঙালী এই সময়

মনে প্রাণে বাঙালী তাই,

বাংলা ও বাঙালীর ভাবের

পোশাক পরে ঘুরে বেড়াই৷

আমরা বাঙালী অতিগর্বে

সবারে আজ বলতে চাই,

নোতুন বছর এলেই দেখ

ভাল মন্দ সব কেমন খাই৷

আমরা বাঙালী এই দিনটির

অপেক্ষাতে অতীত ভুলে,

নোতুনকেই করতে বরণ

নেচে চলি দু হাত তুলে৷

আমরা বাঙালী যে কোন রূপে

খুশির নববর্ষটারে

পরবাসে থাকলেও কেউ

সেথায়ও একে বরণ করে৷

আমরা বাঙালী নির্বিকারে

সারা বছরের সব কালিমা,

ধুয়ে মুছে সাফ হয়ে আজ

দেখাই বাংলার এক মহিমা৷

আমরা বাঙালী ধর্মমতের

আর যত সব জাতপাতের

ভাঙতে বেড়া নোতুন বছর

ভাব নিই সবে বৃহতের৷