নেতাজীর জন্মজয়ন্তীতে বিভিন্ন স্থানে বাঙালী বাহিনী, বাঙালী নারী বাহিনী, আমরা বাঙালী ও বাঙালী মহিলা সমাজের নেতাজী জয়ন্তী পালন

সংবাদদাতা
পি এন এ
সময়

কোলকাতা ঃ গত ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২২তম জন্মদিবস পালন উপলক্ষ্যে ইয়ূনিফর্ম পরিহিত বাঙালী বাহিনী ও বাঙালী নারী বাহিনী সহ আমরা বাঙালীর সমর্থকদের এক বর্ণাঢ্য মিছিল চেতলা পার্ক থেকে হাজরা পার্ক, ভবানীপুর হয়ে এলগিন রোডের দিকে সুসজ্জিত ট্যাবলো নিয়ে নেতাজীর নামে জয়ধবনি দিতে দিতে এগিয়ে চলে৷ পথিমধ্যে ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে তাঁদের সম্বর্ধনা জানানো হয়৷ এলগিন রোডে নেতাজীর বাসভবনে এসে তাঁরা নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এরপর সেখানে বক্তব্য রাখেন বাঙালী বাহিনীর পক্ষ থেকে প্রদীপ গুহ, এস পি সিং, সুশীল জানা, আমরা বাঙালী কলকাতা জেলাসচিব সুনীল চক্রবর্তী, সাগরিকা পাল, জয়ন্ত দাশ, উৎপল কুণ্ডু চউধুরী, অরূপ চ্যাটার্জী প্রমুখ৷ তাঁরা পৌরুষের বজ্রকৌস্তুভ নেতাজীর বীরগাথা ও তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে নেতাজীর প্রতি তাঁদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ তাঁরা এও বলেন,নেতাজীর স্বপ্ণ আজ মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকারের প্রাউট দর্শনে মূর্ত্ত হয়ে উঠেছে৷ নেতাজীর স্বপ্ণকে সার্থক করে তুলতে হলে প্রাউটের অর্থনৈতিক গণতন্ত্র ও প্রগতিশীল সমাজতন্ত্রের পথ ধরে দেশবাসীর অর্থনৈতিক স্বাধীনতা তথা সর্বাত্মক বিকাশকে বাস্তবায়িত করতে হবে৷

 শিলিগুড়ি

গত ২৩ শে জানুয়ারী নেতাজীর ১২২–তম জন্মদিনে শিলিগুড়ির বরেন্দ্র ভবনে  গভীর শ্রদ্ধার সঙ্গে নেতাজীর জন্মজয়ন্তী পালন করা হয়৷ এই উপলক্ষ্যে দার্জিলিং জেলার বিভিন্ন প্রান্ত থেকে  আমরা বাঙালী কর্মী সমর্থকগণ বরেন্দ্র ভবনে উপস্থিত হয়ে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এরপর আমরা বাঙালী, বাঙালী বাহিনী ও বাঙালী নারী বাহিনী পক্ষ থেকে এক সুসজ্জিত শোভাযাত্রা এন.জি.পি’ মার্কেটে নেতাজীর প্রকৃতিতে মাল্যদান করে’ শিলিগুড়ি শহর পরিক্রমা করে ফুলেশ্বরী বাজার ও হাসমীচক্ হয়ে সুভাষ পল্লীতে নেতাজীর মূর্ত্তির পাদদেশে এসে উপস্থিত হয়৷ সেখানে আমরা বাঙালীর নেতৃবৃন্দ নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এরপর নেতাজীর জীবনাদর্শ ও আজকের পরিস্থিতির ওপর বক্তব্য রাখেন আমরা বাঙালীর কেন্দ্রীয় কমিটির সাংঘটনিক সচিব খুশীরঞ্জন মণ্ডল, দার্জিলিং জেলা সচিব বাসুদেব সাহা, , জলপাইগুড়ি জেলা সচিব কেশব সিন্হা, বাঙালী মহিলা সমাজের নেত্রী জয়া সাহা প্রমুখ৷

তাঁরা তাঁদের বক্তব্যে সরকারের কাছে দাবী রাখেন– অবিলম্বে বাঙালী রেজিমেন্ট গড়তে হবে, ২৩শে জানুয়ারী জাতীয় ছুটির দিন বলে ঘোষণা করতে হবে, ওই দিনটিকে দেশপ্রেমিক দিবস হিসাবেও ঘোষণা করতে হবে, তাছাড়া নেতাজী অন্তর্ধান রহস্য অবিলম্বে উন্মোচন করতে হবে৷

জামশেদপুর

২৩শে জানুয়ারী পৌরুষের বজ্রকৌস্তুভ, উল্কার অনলশিখা, রাজনীতির জ্বলন্ত ধূমকেতু, আপোষহীন সংগ্রামের মূর্ত প্রতীক সন্ন্যাসী সৈনিক, মুক্তির উপাসক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২২–তম জন্মদিনে বাঙালী বাহিনী, বাঙালী নারী বাহিনী, ‘আমরা বাঙালী’ ও ‘বাঙালী মহিলা সমাজে’র  কর্মী–সমর্থকগণ জামশেদপুরের সাকচী আমবাগানে এসে নেতাজী সুভাষচন্দ্র বসুর মর্মরমূর্ত্তিতে মাল্যদান করেন৷ এরপর তাঁরা এখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন৷ এই বর্ণাঢ্য মিছিল সারা শহর পরিক্রমা করে ডিস্ট্রিক্ট কমিশনের অফিসে এসে এখানে কমিশনারের কাছে তাঁরা এক স্মারকপত্র পেশ করেন৷ এই স্মারকপত্রে প্রদত্ত দাবীগুলির মধ্যে ছিল–ড্ড অবিলম্বে এন. সি. সি., হোমগার্ড, এন. ভি. এফ. ও বাঙালী (মূলবাসী ও আদিবাসী) বেকার যুবক–যুবতীদের নিয়ে বাঙালী রেজিমেন্ট গড়তে হবে৷ ড্ড নেতাজী রহস্য উদঘাটনে মুখার্জী কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে৷ ড্ড ২৩শে জানুয়ারী নেতাজীর জন্মদিবসকে অবিলম্বে ‘জাতীয় দিবস’ হিসাবে ঘোষণা করতে হবে৷ ড্ড বাংলা–কে ঝাড়খণ্ডের রাজভাষা করতে হবে ও বাংলা তথা রােের সংসৃক্তিকে রক্ষা করার জন্যে সরকারী ও বেসরকারী সমস্ত কাজ বাংলায় করতে হবে৷ ড্ড স্থানীয় মানুষের আর্থিক উন্নতি করতে ‘কৃষিকে শিল্পের মর্যাদা দিয়ে’, কৃষিভিত্তিক ও কৃষিসহায়ক শিল্প গড়তে হবে৷

স্মারকপত্র পেশের পর বাইরে এসে আমরা বাঙালীর এইসব দাবীর ওপর বক্তব্য রাখেন সুশীল মাহাত, গৌরমোহন গুহ, আশীষ নাগ চউধুরী, রেখা মাহাত, সুনীল মাহাত প্রমুখ৷

এরপর পুনরায় তাঁরা শোভাযাত্রা সহকারে শহর পরিক্রমা করে আমবাগানে ফিরে আসেন৷

মেদিনীপুর

গত ২৩শে জানুয়ারী মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর জেলার ‘আমরা বাঙালী’র জেলা কমিটির পক্ষ থেকে নেতাজীর ১২২–তম জন্মজয়ন্তী পালন করা হয়৷ এদিন মেদিনীপুরের সমাজভবনে বাঙালী বাহিনী, বাঙালী নারী বাহিনী, আমরা বাঙালী ও বাঙালী মহিলা সমাজের নেতা ওকর্মীরা নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা এখান থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে ও কলেজের কাছে নেতাজী মূর্ত্তির পাদদেশে উপস্থিত হয়৷ এখানে নেতাজীর মূর্ত্তিতে মাল্যদান  করেন শঙ্কর প্রসাদ কুণ্ডু, রাজু মান্না প্রমুখ, ইলা পাত্র, সোমা পাত্র, লক্ষ্মীকান্ত মহাপাত্র প্রমুখ৷ এরপর তাঁরা নেতাজীর জীবনাদর্শের ওপরে বক্তব্য রাখেন ও দেশবাসীকে নেতাজীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে সমাজ উন্নয়নের কাজে  আহ্বান জানান৷

পুরুলিয়া

২৩শে জানুয়ারী ‘আমরা বাঙালী’র পুরুলিয়া রাজ্য কমিটির পক্ষ থেকে রাা ভবনে নেতাজীর ১২২তম জন্মোৎসব পালন করা হয়৷ আমরা বাঙালী জেলাসচিব লক্ষ্মীকান্ত মাহাত, ঠাকুরদাস কিসকু ও অন্যান্য নেতৃবৃন্দ নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এরপর বাঙালী বাহিনী, বাঙালী নারী বাহিনী, আমরা বাঙালী ও বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে এক বর্ণাঢ্য মিছিল সারা পুরুলিয়া শহর পরিক্রমা করে চক্বাজারে নেতাজী মূর্ত্তির পাদদেশে উপনীত হয়৷ এখানে নেতাজীর মূর্ত্তিতে মাল্যদান পর্বের পর বিভিন্ন নেতারা নেতাজীর আদর্শের ওপর বক্তব্য রাখেন৷ যাঁরা বক্তব্য রাখেন তাঁদের মধ্যে ছিলেন ‘আমরা বাঙালী’ রাজ্য সচিব, রঞ্জিত কুমার, ঠাকুরদাস কিসকু, প্রফুল্ল মাহাত, বিভূতি দত্ত, হারু মাহাত, শিবচরণ মাহাত, মানস রায়, অম্বুজাক্ষ মাহাত প্রমুখ৷

মুর্শিদাবাদ

বহরমপুর ঃ ২৩শে জানুয়ারী ভরতপুরে ‘আমরা বাঙালী’রপক্ষ থেকে নেতাজীর ১২২–তম জন্মজয়ন্তী পালন করা হয়৷ নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন বদন ঘোষ, উদয় ঘোষ প্রমুখ৷ তাঁরা নেতাজীর অতুলনীয় বীবত্ব, দেশপ্রেম ও অভাবনীয় ত্যাগের ওপর বক্তব্য রাখেন ও দেশবাসীকে নেতাজীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশসেবার কাজে আহ্বান জানান৷