নেতাজীর মৃত্যু বিমান দুর্ঘটনাতেইঃ কেন্দ্রের কংগ্রেসের মতো বিজেপিরও একই বক্তব্য

সংবাদদাতা
পিএনএ
সময়

কেন্দ্রের বিজেপি সরকারও বলতে চায়, তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছে। নেতাজী জীবিত আছেন কি না,--- এর উত্তর জানতে চেয়ে ওপেন প্লার্টফর্ম-ফর নেতাজী-র মুখপাত্র সায়ক সেন কেন্দ্রীয় সরকারের কাছে এক আবেদন করেছিলেন। এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়, শাহনওয়াজ কমিটি, বিচারপতি, জিডি খোসলা কমিশন ও মুখার্জী কমিশনের তদন্ত রিপোর্ট বিবেচনা করার পর কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তেই এসেছে যে, ১৯৪৫ সালে তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছিল। ৩১শে মে কেন্দ্রের এই জবাব একটি সর্বভারতীয় ইংরেজী দৈনিক প্রকাশিত হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বিদেশে এব্যাপারে তাঁর কোন মন্তব্য পাওয়া যায়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও কিন্তু এ ব্যাপারে মুখ খোলেন নি।

কেন্দ্রের এই জবাব স্বাভাবিকভাবেই অনেকেই মানতে পারেন নি। কংগ্রেস এতদিন এটাই বলে আসছে কিন্তু কংগ্রেসের জবাবের মতো, বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের জবাবও সত্যানুসন্ধানীদের মনের সন্দেহের নিরসন করতে পারেনি।

নেতাজীর বংশধরদের একাংশ, যেমন পশ্চিমবঙ্গের বিজেপি-র সহ-সভাপতি চন্দ্র বসুও সুস্পষ্ট ভাবে বলেছেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। কোনো নির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া কীভাবে তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছে বলে বলা হচ্ছে।

মুখার্জী কমিশন তো বিস্তারিত তদন্ত করে জানিয়েছে তাইহকুতে ওই তারিখে বা তার এক সপ্তাহ আগে পিছে ওখানে কোন বিমান দুঘর্টনাই হয় নি। সবই ছিল শত্রু বাহিনীকে বিভ্রান্ত করার জন্যে স্রেফ মিথ্যা প্রচার।

বিষয়