নীলকন্ঠ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কোচবিহার ঃ কোচবিহার জেলার ঢাংঢিংগুড়ি  আনন্দমার্গ ইয়ূনিটের জাগৃতি ভবনে গত ১২ই ফেব্রুয়ারী নীলকন্ঠ দিবস পালন করা হয়৷ এই ইয়ূনিটের স্থানীয় ও সমস্ত ভাই-বোনেরা  এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, অনুষ্ঠানের প্রথমে প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও সাধনা গুরুপূজার পর নীলকন্ঠ দিবসে বাবার দেওয়া ছোট্ট একটি প্রবচন শোণানো হয়৷ এরপর তারকব্রহ্ম শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী নাম রূপে ধরাধামে অবতীর্ণ হয়ে তাঁর বিবিধ লীলা প্রকাশের অন্যতম---কন্ঠে বিষ ধারণ করে নীলকন্ঠ হওয়া ও ৫বছর তিনমাস ১দিন অনশন করা-এ বিষয়ের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবীণ আনন্দমার্গী শ্রী সন্তোষকুমার মোদক ও রবীন্দ্রনাথ সরকার প্রমুখ৷