নির্বাচন কমিশনকে তুলোধনা উচ্চ আদালতের

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশন চূড়ান্ত ক্ষমতার অধিকারী৷ দায়ীত্ব জ্ঞানহীন নেতারা কোভিড বিধি নিষেধের তোয়াক্কা না করে সংক্রমণের গতি বাড়িয়ে দিচ্ছে৷ নির্বাচন কমিশন শুধু বিজ্ঞপ্তি জারি করে দায় সারছেন৷ কঠোর ব্যবস্থা নেবার সাংবিধানিক অধিকার আছে নির্বাচন কমিশনের৷ সে অধিকার প্রয়োগ করে দেখিয়ে ছিলেন টি এন. শেষন৷ এই নির্বাচন কমিশন ব্যষ্টিত্বহীন৷ বিশাল বাহিনী, ছোট ছোট অঞ্চলে ভাগ করে আট দফায়  নির্বাচন করেও শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ৷ বিরোধীরা আগেই কমিশনের ভূমিকা সমালোচনা করেছে৷ এবার উচ্চ আদালতও করোনা রুখতে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনকে তীব্র ভৎসনা করলেন৷ চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়েও সঠিকভাবে ক্ষমতার প্রয়োগ না করে বিজ্ঞপ্তি দিয়ে দায় সেরেছেন৷