নজরুল স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা

সংবাদদাতা
অম্বর চট্টোপাধ্যায়
সময়

বিদ্রোহী কবি নজরুল ইসলামের স্মরণে গত ২৬শে মে সন্ধ্যায় শ্যামবাজার সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে এক সাংস্কৃতিক বাতাবরণের উদ্যোগ নেওয়া হয়৷ ওই সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পী মধুসূদন বর্মন, গোপাল বর্মন, রুদ্র রায় ও প্রদ্যুৎ মিশ্র প্রমুখেরা৷ উচ্চাঙ্গ সঙ্গীতের বরেন্য শিল্পী বরেন্দ্র মোহন বর্মনের দুই পুত্র মধুসূদন ও গোপাল বর্মন তবলা ও শ্রীখোল বাজিয়ে সাংস্কৃতিক পরিবেশটি মাতিয়ে তোলেন৷ অসামান্য নজরুল গীতি পরিবেশন করেন রুদ্র রায়৷ আলাপ ও গায়কীতে সম্পূর্ণ রাগের ছোঁয়ায় আবিষ্ট ছিলেন দর্শকবৃন্দ৷ বেশ কয়েকটি গজল পরিবেশন করে শিল্পী রুদ্র রায় দর্শকদের মুগ্ধ করেন৷ 

শিল্পী মধুসূদন বর্মন ও গোপাল বর্মনের সঙ্গে হারমোনিয়ামে সহযোগিতা করেন প্রদ্যোৎ মিশ্র৷ সংঘটনের তরফ থেকে শিল্পীদের সম্বর্ধনা জ্ঞাপন করেন অধ্যাপক ডাঃ ভাস্করমনি চট্টোপাধ্যায়, সম্পাদক শ্রী সঞ্জীব আচার্য মহাশয় সকলকে উৎসাহিত করেন৷ সম্মাননা পাঠ করেন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য শোভন চক্রবর্তী সংঘটনের সভাপতি স্বাগত ভাষণের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ হয়৷