ও আমার বন্ধুরে

লেখক
রামদাস বিশ্বাস

ও আমার বন্ধুরে তোর লাগি মোর

জলভরা চোখ পথের ধারে স্থির৷

ও তুই আসবি বলে এলি না

কথা দিয়ে রাখলি না

খাইলি না মোর আপন হাতে

তৈরী ননী খির৷৷

হাওয়া লেগে শুকনো পাতা

খস খসিয়ে সরে

বুঝি আমার বন্ধু আসে

বুক ধড়ফড় করে

চাহিয়া দেখি কেহ না

ধুক পুকুনি থামে না৷

বুকের ব্যথা দাপিয়ে মরে

ঝরে আঁখি নীড়৷৷

জল খাই না পিপাসাতে ভাতের খিদে নেই

কেউ শুধালে আমি পাই না খুঁজে খেই

কথা রাখো মাথা খাও

একবারটি দেখে যাও

মানের গোড়ায় ছাই দিয়েছি

মান রাখো মানে নীড়৷