পাহাড়ের স্কুলে বাংলাকে বাধ্যতামূলক করতে আমরা বাঙালীর আন্দোলনের ডাক

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পশ্চিমবাঙলায় বাস করে বাংলার বিরোধিতা করা চরম বিচ্ছিন্নতাবাদ৷ জীবিকার সন্ধানে পশ্চিমবাঙলায় এসে নেপাল থেকে আগত গোর্খারা যেভাবে বাংলা বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে, একে বরদাস্ত করা কখনেই উচিত নয়৷ বিদেশ আগত গোর্র্খাদের হাতে অন্যায়ভাবে জিটিএ (গোর্খাল্যাণ্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিষ্ট্রেশন) তুলে দেওয়ার এই মারাত্মক কুফল৷ তাই দার্জিলিংয়ের স্কুলগুলিতে বাংলা শিক্ষা বাধ্যতামূলক করা, জিটিএ বাতিল করা, মদন তামাং হত্যার অভিযোগে বিমল গুরুংদের অবিলম্বে গ্রেফ্তার করার দাবীতে ‘আমরা বাঙালী’ সারা রাজ্য জুড়ে আন্দোলন করবে বলে আজ এক সাক্ষ্যাৎকারে জানিয়েছেন আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়৷ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুয়ালিয়া প্রধানমন্ত্রীর কাছে দার্জিলিংয়ে বাংলা শিক্ষা যাতে বাধ্যতামূলক না করা হয় তার জন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের প্রার্থনা করেছেন৷ এখান থেকেই বোঝা যাচ্ছে বিচ্ছিন্নতাবাদের মদত দিচ্ছে কারা৷ এর আগে কংগ্রেস, সিপিএম সবাই ভোটের স্বার্থে দার্জিলিংয়ে বিচ্ছিন্নতাবাদকে তোষণ করে চলেছেন৷ আমরা বাঙালী এর তীব্র প্রতিবাদ জানিয়েছে৷