পরলোকে আচার্য ত্রম্বকেশ্বরানন্দজী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২২শে  ডিসেম্বর  আনন্দমার্গের Dada Tryambakeshvarananda প্রবীণ সন্ন্যাসী আচার্য ত্র্যম্বকেশ্বরানন্দ  অবধূত  পরলোক গমন করেন৷ তাঁর  মৃত্যুসংবাদ মুহূর্তের  মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে  যায় ও  দেশ-বিদেশের  আনন্দমার্গী মহলে গভীর শোকের ছায়া নেমে আসে৷  বিশেষ করে  প্রাউট-দর্শনের ওপর তাঁর অগাধ জ্ঞান,  প্রাউট প্রচার  ও  প্রভাত সঙ্গীত  প্রচারে  তাঁর  মহান  অবদানের  জন্যে  আচার্য ত্র্যম্বকেশ্বরানন্দজ্  আনন্দমার্গী মহলে ও সংস্থার বাইরের মানুষের মধ্যেও বিশেষভাবে পরিচিত৷

আনন্দমার্গীয় বিধি-অনুসারে  ২২ শে ডিসেম্বর  তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ এর পর ২৪ শে ডিসেম্বর রবিবার  দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা  পর্যন্ত  প্রথমে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন ও এরপর ঈশ্বর প্রণিধান হয়৷ আনন্দমার্গের  কলকাতাস্থিত প্রধান কার্যালয়ে সমস্ত আনন্দমার্গী ও প্রয়াতের আত্মীয় -স্বজনরা উপস্থিত হয়ে তাঁর প্রতি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন ও তাঁর স্মৃতিচারণ করে  তাঁর  প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন৷

এরপর আনন্দমার্গের  সন্ন্যাসী-সন্ন্যাসিনীগণ, সমবেত আনন্দমার্গীরা,  প্রয়াতের  পূর্বাশ্রমের আত্মীয় -স্বজন  আচার্য-ত্র্যম্বকেশ্বরানন্দজ্  স্মৃতিচারণ  করেন ও গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর অসাধারণ  কর্মনিষ্ঠা ও অবদানের  কথা উল্লেখ  করেন৷ স্মৃতিচারণ  করে বক্তব্য রাখেন আচার্য-সর্বেশ্বরানন্দ অবধূত, আচার্য সর্বাত্মানন্দ অবধূত, অবধূতিকা  আনন্দকরুণা  আচার্যা, দীনবন্ধু  চ্যাটার্জী,  পরেশ মন্ডল, অনিতা ঘোষ,  আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত, শুচিস্মিতা চ্যাটার্জী, আচার্য  কাশীশ্বরানন্দ অবধূত, অসীম বিশ্বাস, আচার্য প্রসূনানন্দ  অবধূত, বৈদ্যনাথ  চ্যাটার্জী, বকুলচন্দ্র রায়, শিপ্রা দাস, অবধূতিকা আনন্দ শুভদীপা আচার্যা, কল্যাণেশ্বরানন্দ অবধূত প্রমুখ৷ অনুষ্ঠানটি  সঞ্চালন করেন আচার্য তন্ময়ানন্দ অবধূত৷