পরলোকে সমীরণ আচার্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিশিষ্ট প্রাউটিষ্ট ও ‘আমরা বাঙালী’ সংঘটনের একনিষ্ঠ কর্মী শ্রী সমীরণ আচার্য গত ৩১শে অক্টোবর  হৃদরোগে আক্রান্ত হয়ে অপরাহ্ণ ২-৩০ মিনিটে পরলোক গমন করেন৷ মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর৷ তাঁর অকস্মাৎ মৃত্যুতে আত্মীয় পরিজন ও সহকর্মীরা শোকে মুহ্যমান হয়ে পড়েন৷ আজীবন তিনি আনন্দমার্গের আধ্যাত্মিক জীবনধারার সঙ্গে ঘনিষ্টভাবে যুক্ত ছিলেন ও ‘আমরা বাঙালী’ সংঘটনের সক্রিয় আদর্শবান কর্মী ছিলেন৷ সংঘটনে যখন যে দায়িত্ব পেয়েছেন নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে গেছেন৷

ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার চেবরী গ্রামে তাঁর বাসস্থান ছিল৷  প্রথম জীবনে তিনি ত্রিপুরার সঙ্গে সঙ্গে  কলকাতায় ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কার্যালয় থেকে নিষ্ঠার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন৷ সেই সময় ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের শাসক সি.পি.এমের সন্ত্রাস তাঁকে দমিয়ে রাখতে পারেনি৷ তাঁর অকস্মাৎ প্রয়াণে সংঘটন একজন নিষ্ঠাবান ও আদর্শবান কর্মীকে হারালো৷  তিনি স্ত্রী ও এক কন্যা এক পুত্র রেখে গেছেন৷ তাঁর মৃত্যুতে ‘আমরা বাঙালী’ সংঘটনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন৷ বাঙালী ছাত্রযুব সমাজের রাজ্যসচিব শ্রী রঞ্জিত বিশ্বাস বলেন--- যে আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্যে সমীরণ দা  বিরামহীনভাবে কাজ করে গেছেন৷ তার অবদান আমরা কখনো  ভুলবো না৷ তাঁর প্রচেষ্টা একদিন সার্থক হবেই৷ গোবিন্দ মজুমদার , সৌরভ রায়, কল্যাণ পাল প্রমুখ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন৷