পৃথ্বী ও সঞ্জুর  ভালো ফর্মের কারণে  ভারতীয় টিম ম্যানেজমেন্ট স্বস্তিতে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রথম বেসরকারি একদিনের ম্যাচে কিউই পাখির দল অর্থাৎ নিউজিল্যান্ডদের ভারত পাঁচ উইকেটে পরাজিত করে৷ এই জয়ের কৃতিত্ত্ব সরাসরি দুইজন যুব খেলোয়াড়ের দিকে যায়---পৃথ্বীশ ও সঞ্জু স্যামসন৷ ১২৩ বল বাকী রেখে এই জয় শিরোপা ভারতের কপালে তুলে দিয়েছে ভারত৷

প্রথমে নিউজিল্যাণ্ড টসে হেরে প্রথম ব্যাটিং করতে নেমে নিউজিল্যাণ্ড ৪৮.৩ ওভারে ২৩০ রানে শেষ হয়৷ মহম্মদ সিরাজ (৩-৩৩), অক্ষর প্যাটেল (২-৩১), খলিল আহমেদ (২-৪৬) নজর কাড়েন বল হাতে৷

এরপর ভারতীয় ব্যাটিং এ পাঁটে নেমে রান পেলেন সূর্যকুমার যাদব৷  মাত্র ১৯  বলে করেন ৩৫ রান৷ ময়াঙ্ক আগরওয়াল (২৯), বিজয় শঙ্কর (অপরাজিত ২০), ক্রুণাল পাণ্ড্য (অপরাজিত ১৫)---প্রত্যেকেই করলেন রান৷ যার ফলে ২৩১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ বলে ৪৮ রান করলেন ডানহাতি ওপেনার  পৃথ্বী, মারলেন পাঁচটি চার ও তিনটি ছয়৷ ও সদ্য আসা খবরের মাধ্যমে এও জানা গেছে তিনি বিরাট বাহিনীর একজন সৈনিক হিসেবে যুক্ত হচ্ছেন৷ এই খেলার ফল  তারই প্রমাণপত্র৷ এই খেলার পর নিশ্চিত যে পৃথ্বী বিরাটের দলে খেলার জন্য পুরোপুরিভাবে উপযুক্ত৷  এর আগেও নিউজিল্যাণ্ড একাদশের বিরুদ্ধে ম্যাচে ১০০ বলে ১৫০ রান করেছিলেন৷

এবার বলা যাক, আরও একজন সৈনিকের কথা  সঞ্জু স্যামসন তিনিও গত ম্যাচে মাত্র ২১ বলে ৩৯ রান করে বিরাট বাহিনীতে যোগ দেওয়ার উপযুক্ত হয়েছেন৷ এর আগে ভারতীয় দলে তিনি সুযোগ না পাওয়ার খবরকে মর্যাদা দিতেই যেন আক্রমণত্মক মেজাজে ব্যাট করলেন তিনি৷ ভারতীয় দল এই সিরিজে বর্তমানে ১-০ তে এগিয়ে গেছে৷ সিরিজের দ্বিতীয়ও তৃতীয় ম্যাচ ক্রাইস্টচার্চে যথাক্রমে শুক্রবার ও রবিবার৷