রাজ্যে হলে চুরি, কেন্দ্রে হলে ভুল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আম্ফান বিপর্যয়ে ক্ষতিপূরণের  টাকা এমন অনেক ঘরে পৌঁচেছে যারা আম্ফানে কোনরকম ক্ষতির মুখে পড়েনি৷ এই নিয়ে রাজ্য সরকারকে চোর অপবাদ দিয়ে বিরোধীরা অনেক সোরগোল করেছে৷ রাজ্যপাল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতামন্ত্রীরাও আম্ফান প্রসঙ্গ তুলে রাজ্যসরকারকে বিঁধেছে৷

ক্ষুদ্রচাষীদের সাহায্যের জন্যে বছর দু’য়েক আগে প্রধানমন্ত্রী করেছেন পি.এম.কিষান (কিষান সম্মান নিধি) প্রকল্প৷ প্রকল্পের শর্তানুযায়ী যে সব চাষীদের দুই হেক্টর জমি আছে তাঁরাই এই সাহায্য পাবেন৷ তবে  ১০ হাজার টাকার বেশী পেনসন পেলে ও করদাতারা এই সুবিধা পাবেন না৷

সম্প্রতি বেঙ্কটেশ নায়েক নামে জনৈক ব্যষ্টি তথ্যের অধিকার আইনে কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন পি.এম কিষানের টাকা প্রকৃত কর্ষকদের হাতে গেছে কিনা? বেঙ্কটেশের প্রশ্ণের উত্তরে কেন্দ্রীয় সরকার জানান প্রকল্পের ১৩৬৪কোটি টাকা ভুল হাতে চলে গেছে৷ শুধু টাকার অঙ্কে নয়, অযোগ্য কর্ষকের সংখ্যাটাও ২০ লক্ষের  বেশী৷ এদের বেশীরভাগই আয়কর দেয় অথবা অন্য শর্র্তনুযায়ী পি.এম কিষানে সুবিধা পাওয়ার যোগ্য নয়৷ রাজ্যে এরকমটা হলে যারা চোর চোর চিৎকার  করে তারা এখন বলছে এটা ভুল করে হয়েছে৷ এখন প্রশ্ণ কি করে কাদের ভুলে এমনটা হলো৷ যে সব রাজ্যে কিষান সম্মান নিধি প্রকল্পে জালিয়াতি হয়েছে তার মধ্যে যেমন অবিজেপি শাসিত পঞ্জাব, মহারাষ্ট্র রয়েছে, আবার বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ অসম রয়েছে৷