রামচন্দ্রপুরে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৮-তম জন্মোৎসব ও মার্গের নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ি বৈশাখ (২৯শে এপ্রিল, ২০১৮) ভক্তিপূর্ণ পরিবেশে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৮তম জন্মোৎসব ও রামচন্দ্রপুর (ঝাড়গ্রাম) আনন্দমার্গ স্কুলের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান মহা আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হয়৷ ভোর ৪টে থেকে ৯টা পর্যন্ত  প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, মিলিত ধ্যান, গুরুপূজা ও বক্তব্যের পর শোভাযাত্রা সহ আনন্দমার্গের নবনির্মিত ভবনে গিয়ে এর দ্বারোদ্ঘাটন হয়৷ তারপর ৯টা থেকে ১২টা পর্যন্ত অখণ্ড কীর্ত্তন৷ কীর্ত্তন শেষে মিলিত ধ্যান, গুরুপূজা, স্বাধ্যায়ের পর আনন্দমার্গের ধর্মদর্শন ও আদর্শ সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তারপর সহস্রাধিক ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷ বিকেলে আয়োজিত সাস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রভাতসঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্দ করে৷

যাঁদের অক্লান্ত পরিশ্রমে ও প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয় তাঁরা হলেন আচার্য সুধাক্ষরানন্দ অবধূত, আচার্য কল্পনাথানন্দ অবধূত, হীরক মাহাত, ও ভগীরথ মাহাত৷