শাশ্বত শান্তির কোলে শান্তিরঞ্জন পাইন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পার্থিব জগতের কর্ম সমাধা করে পরমপুরুষের স্নেহময় কোলে আশ্রয় নিলেন শান্তিরঞ্জন পাইন৷ তিনি আনন্দমার্গের একজন আদর্শপরায়ণ ও একনিষ্ঠ কর্মী ছিলেন৷ গত ২৩শে আগষ্ট সকাল সাত ঘটিকায় তিনি একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বৎসর৷ পরাধীন ভারতবর্ষে ১৯৩৪ সালে ১লা সেপ্ঢেম্বর শান্তি পাইনের জন্ম৷ বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন৷ স্ত্রী গত হয়েছেন আগেই৷ তাঁর দুইপুত্র এক কন্যা বর্তমান৷

সবরকম পরিস্থিতিতেই হাসি খুশীতে ভরপুর থাকতেন শান্তি দা৷ আনন্দমার্গ প্রচারক সংঘের  যখন যে কাজের দায়ীত্ব পেয়েছেন তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতেন৷ কোন পরিস্থিতিতেই শান্তিদাকে কখনও বিচলিত হতে দেখা যায়নি৷ সত্তর দশকে পরমশ্রদ্ধেয় শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করে সি বি আই অবিভক্ত বিহারের রাঁচি থেকে৷ তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী গফুবের বাড়ীর সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে বিহার পুলিশের বর্বরতার শিকার হয়েছিলেন শান্তি পাইন৷  পুলিশ মেরে তার হাত ভেঙে দিয়েছিল৷ জরুরী অবস্থার সময়ও তিনি কারাবাসে ছিলেন৷ আজীবন তিনি নোতুন পৃথিবী পত্রিকার সঙ্গে  জড়িত ছিলেন৷ নোতুন পৃথিবী কার্যালয়ের বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন নিষ্ঠার সঙ্গে৷ অসুস্থ হওয়ার আগে পর্যন্ত প্রতিদিনই নোতুন পৃথিবী কার্যালয়ে আসতেনই৷