সেনা কর্তার আর্জি শুনবে সর্বোচ্চ আদালত

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

রাষ্ট্রদ্রোহীতা আইনকে চ্যালেঞ্জ করে প্রাক্তন সেনা কর্তা এস.জি ভমবাটকেরে সুপ্রীমকোর্টে আবেদন করেছিলেন৷ তাঁর আবেদনে সাড়া দিয়ে সেই আর্জি ক্ষতিয় দেখার সম্মতি জানিয়েছেন সুর্প্রীম কোর্টের তিন সদস্যের বেঞ্চ৷ এই বেঞ্চে আছেন প্রধান বিচারপতি এন.ভি.রামনা, এ.এস.বোপান্না ও ঋষিকেষ রায়৷

সেনাকর্তার দাবী ভারতীয় দণ্ডবিধি ১২৪এ ধারার অপব্যবহার হচ্ছে, রাষ্ট্রদ্রোহীতার নামে এমন সব মামলা হচ্ছে যা অসাংবিধানিক ও মানুসের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ৷

সম্প্রতি ভীমা কোরেগাঁও মামলায় বন্দি খ্রীষ্টান যাজক স্ট্যান স্বামী বন্দি অবস্থাতেই প্রাণ হারান৷ এই নিয়ে সারা দেশ তোলপাড় হচ্ছে৷

এই নিয়ে ইন্দো-মার্কিন কনফারেন্সে বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড় বলেন বিরোধীদের দমন করতে জঙ্গী দমন আইনের অপব্যবহার করা উচিত নয়৷ তিনি বলেন অর্ণব গোস্বামী মামলার রায় আমি বলেছিলাম নাগরিকদের স্বাধীনতা থেকে বঞ্চিত করা হলে সবার আগে আদালতকেই তার বিরোধিতা করতে হবে৷ চন্দ্রচূড়ের মন্তব্য--- একদিনের জন্য একজনও স্বাধীনতা থেকে বঞ্চিত হলে সেটা অনেক বড় ব্যাপার হয়৷