সপ্তর্ষির প্রশ্ণ

লেখক
জ্যোতিবিকাশ সিন্হা

কৃষ্ণা রজনীর শেষ প্রহর

সপ্তমীর ক্ষয়িষ্ণু চাঁদ তখনও

ঢালছে অন্তিম জ্যোৎস্নার পুষ্পবর্ষণ,

আকাশের উজ্জ্বল তারার নিশানায়

ছোট্ট তরী ভাসিয়েছে মানুষ

ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবনের অপার সমুদ্রে

অসহ্য ব্যথার তীব্র কালকূট বুকে

ফেনিল জীবন যন্ত্রণার উত্তাল তরঙ্গমালা চারিদিকে

মুক্তির আশ্বাস খুঁজেছে  শুক্রে-মঙ্গলে

কিংবা ওই আলো-বিলানো চাঁদের কোলে

পেয়েছে কি?---

ঊষার প্রথম পদক্ষেপে পাখীর কলগুঞ্জন

পূর্ব দিগন্তে সদ্য জেগে ওঠা চকোলেট রং

সভ্যতার অগ্রগতি হাই তোলে প্রকৃতির সাথে৷

শ্রান্ত নাবিক ক্লান্তির স্বেদ মোছে

প্রশান্তির প্রগাঢ় পরশ খুঁজে পেতে

আপ্তি-প্রাপ্তির মধ্যবিন্দু নিঃসীম ব্যোমের ঠিকানায়---

তখনও বিদায়ী সপ্তর্ষির জিজ্ঞাসা চিহ্ণ

প্রশ্ণ করে নীরব ভাষায়

পেয়েছ কি?