ত্রিপুরা রাজনৈতিক গণতন্ত্র নয় চায় অর্থনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা

লেখক
এইচ.এন. মাহাত

বিজেপি ত্রিপুরায় সরকারে আসার আগে একটি রাজনৈতিক স্লোগান মানুষের মুখে মুখে প্রচার শুরু করলেন ‘চলো পাল্টাই’৷ এখানে পালটাই শব্দের অর্থ হলো সিপিএমের ৩৪ বছরের অপশাসনের ফলে সাধারণ মানুষকে সিপিএম জমানার অপশাসন, শোষন ও বঞ্চনার হাত থেকে ত্রিপুরাবাসীকে মুক্ত করা৷ অনেকেই  এই পাল্টাইকে স্বাগত জানালো৷ সিপিএম সরকারের পতন হলো৷ খুশীতে ডগমগ ত্রিপুরাবাসী৷ ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’৷  সাব্রুম থেকে চুড়াইবাড়ী সকলে মিলে বলতে শুরু করল ৩৪ বছরের যুগ শেষ হলো৷ গেরুয়া আবিরের আকাল পড়ে গেল৷ এতটুকু পর্যন্ত ঠিক ছিলো৷

বিজেপি সরকার এক বছর না ঘুরতেই আবার শুরু হল পালটাই নয় উলটাই৷ ত্রিপুরার মানুষ ডাঙ্গায় বাঘ দেখিয়া জলেতে ঝাঁপ দিয়া কুমিরের মুখে  পড়ার অবস্থা৷ এ আবার কেমনতর  কথা? এর পিছনে রহস্যটা কী? বিজেপি সরকার আসার আগে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের ও বর্হিরাজ্যের ছোটে বড় সকল নেতারাই বলেছিলো আমরা এলে ত্রিপুরাকে সোনায় মুড়ে দেবো, ঘরে ঘরে চাকুরী বা কর্মসংস্থান পাবে, পাহাড় সমতলে কোনো ভেদাভেদ থাকবে না, ব্যবসা বানিজ্যে লক্ষ্মীদেবী অবস্থান করবে, নারী নির্যাতন, অকারণে রাজনৈতিক হত্যা বন্ধ হবে, কাঞ্চনপুরে প্রবেশ করলে বলা হয়েছে ব্রু রিয়াং শরনার্থীদের মিজোরামে পাঠানো হবে, সব  যুবক ও শিক্ষিত ছাত্ররা কম্পিউটার পাবে আরো কতকিছুর প্রতিশ্রুতি এখানে লিখে শেষ করা যাবে না৷

ত্রিপুরার মানুষ মনোমুগ্দ হয়ে আকাশে চাঁদ ধরতে চেয়ে ছিলো৷ ত্রিপুরায় বিজেপির সরকার  গদি দখল নেওয়ার পর রাজ্যের জন্য পরিকল্পনা মাফিক কোন মাষ্টার  প্ল্যান না করে কেন্দ্রীয় খয়রাতির  ওপর নির্ভরশীল হয়ে পড়লো৷ বিগত দিনের সরকারগুলো যেভাবে সরকার চালাতে অভ্যস্ত সেই ফাঁদে এঁরাও পা দিয়ে বসলো৷ আসলে ত্রিপুরা কেন ভারতের রাজ্য সরকারের কাছে  স্বয়ংসম্পূর্ণ সামাজিক , অর্থনৈতিক বা রাজনৈতিক  সমাধান করার মত কোনো পরিকল্পনা নেই৷ বর্তমান অর্থনীতি পুঁজিবাদী মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা কয়েকটি পুঁজিবাদ সর্বস্ব ব্যষ্টি বা সংস্থাকে সামনে রেখে দেশীয় আর্থিক মানদণ্ড ওঠানামা করে৷

এর ফলে সাধারণ মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও হাভাতে গরীব মানুষেরা ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে৷ ভারতের বর্তমান সরকার   এর জলজন্তু উদাহরণ৷

ত্রিপুরার সরকারও রাজ্যবাসীকে কোনো আশার আলো দেখাতে না পেরে বাঁকা পথে মন জয়ে মেতেছে৷ বিগত কংগ্রেস সিপিএম সরকারের মত বিজেপি নাগরিকদের ভোট সর্বস্ব করতে গিয়ে রাজ্যের সংখ্যা গুরু বাঙালীকে বার বার বঞ্চিত করে যাচ্ছে৷ তার ফলে বাঙালীরা স্বাধীনভাবে বেঁচে থাকা থেকে বঞ্চিত হচ্ছে ও আর্থিকভাবে মেরুদণ্ডহীন হয়ে পড়ছে৷ জনজাতিদেরকে সন্তুষ্ট করতে গিয়ে বিজেপি সরকারের নতুন স্লোগান বাঙালী মানেই বাংলাদেশী বলে জনজাতিদের খেপিয়ে তুলছে৷

অন্যদিকে জনজাতিদের মধ্যে একটি অংশ যারা বাঙালীদের সঙ্গে  বসবাস করে বাঙালীদের সংমিশ্রণে প্রাচীন ধ্যান-ধারণা পালটে সরকারী সুযোগ সুবিধা ভোগ করে নিজেদের ভদ্র মানসিকতা তৈরী করে সমাজের উচ্চ আসনে বসে আছে৷ অপরদিকে প্রত্যন্ত পাহাড়ে  এ.ডি.সির কালো আইনের দোহাই দিয়ে কোটি কোটি টাকা জনজাতির নেতারা লুটপাট করে খাচ্ছে আর সাধারণ জনজাতিদের  সকল রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে৷

নেতাদের এই ধরণের অপকর্ম ঢাকতে বাঙালী ও জনজাতির ভাতৃত্বকে নষ্ট করে লড়াই বাধিয়ে ত্রিপুরাকে বারবার রক্তাক্ত করছে৷ বর্তমান কাঞ্চনপুর অঞ্চলে মিজোরাম থেকে আগত শরনার্থীরা জনজাতি নেতাদের পাল্লায় পড়ে বারবার ত্রিপুরার মাটিকে বাঙালীর  রক্তে রক্তাক্ত করছে, কয়েক পুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদ করছে, অগ্ণি সংযোগ, লুটপাট ও নানারকমের সন্ত্রাসী হামলার দ্বারা৷ স্থানীয় পুলিশ প্রশাসন সবকিছু দেখেও না দেখার ভান করে বসে আছে৷

শেষ পর্যন্ত ঝোলা থেকে বেরোল সিপিএমের তৈরী করা বাঙালী অপহরণের অস্ত্র৷ যার দ্বারা সিপিএম কোটি কোটি টাকা পার্টি ফাণ্ড তৈরী করেছে ও উগ্রপন্থীদের দিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে বাঙালীদের তাড়িয়ে দিয়েছে৷ হিন্দি সাম্রাজ্যবাদীদের একটাই মূলমন্ত্র ত্রিপুরা তথা ভারতভূমি কে বাঙালী মুক্ত করা৷ ত্রিপুরার মূল সমস্যা হল আর্থিক সমস্যা৷ ত্রিপুরার প্রকৃতির কোলে নানা রকমের আর্থিক সমস্যার সমাধানের পথ খোলা আছে৷

এর জন্য মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের সামাজিক অর্থনৈতিক দর্শন ‘‘প্রাউট’’ (প্রগতিশীল উপযোগ তত্ত্ব) দর্শনে তিনি বলছেন ‘‘ত্রিপুরার মানুষ গরীব হতে পারে ত্রিপুরার মাটি গরীব নয়৷ ‘‘ত্রিপুরা বনজঙ্গলকে বাঁচিয়ে বনসম্পদকে নানাভাবে ব্যবহার করলে স্থানীয় মানুষদের আর্থিক মেরুদণ্ড সোজা হবে ও পার্টির দলদাস হতে হবে না৷ এখানে প্রচুর নালা বা লুঙ্গায় বাঁধ দিয়ে জলাশয় তৈরী করে মৎস্য, হাঁসের চাষ, জলাশয়কে ব্যবহার করে খাল নির্মাণের দ্বারা জলসেচন করা হলে বহু ফসলি জমিতে রূপান্তরিত করা যেতে পারে৷ ওই খাল দিয়ে স্বল্প খরচে মাল পরিবহন করা৷ এখানকার বাঁশ বেতের ও নানাধরণের গাছের দ্বারা কুটির শিল্প তৈরী করে গ্রামীণ অর্থনৈতিক মান উন্নত করা যেতে পারে৷

ত্রিপুরায় ঔষধের গাছ গাছড়ার উর্বরভূমি, এর দ্বারা ছোট বড় ঔষধির শিল্প হতে পারে৷ এখানে ছাগল গোরু, ভেড়া, পালনের বিস্তৃত জায়গা  রয়েছে৷ এখানে প্রচুর পরিমানে বনভূমি আছে৷ ভেড়ার লোমের সূতো দিয়ে নানারকমের গরম কাপড় তৈরী করা সম্ভব৷ রাবার প্রচুর পরিমাণে তৈরী হয়৷ এখানে  সেই রাবার কাজে লাগালে সেই কারখানায়  প্রচুর  পরিমাণে লোক নিয়োগ করা যাবে৷ ইত্যাদি ইত্যাদি নানা রকমের পরিকল্পনা দিয়ে গেছেন৷ ত্রিপুরা মিশ্র চাষের উপযুক্ত ভূমি৷ কাঁঠাল আনারসের রস ও ফাইবার থেকে কাপড় ও অন্যান্য সামগ্রী তৈরী হবে৷ তিনি আরও বলেছেন রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনৈতিক গণতন্ত্রই মানুষের সকল সমস্যার সমাধান৷