উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আনন্দমার্গের যোগসাধনার প্রচার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, চোপরা, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ইসলামপুর আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপ্যাল আচার্য প্রাণেশ ব্রহ্মচারীকে তাঁদের ছাত্র ও অধ্যাপকদের সামনে যোগও ধ্যানের ওপর বক্তব্য রাখতে আমন্ত্রণ জানান৷ আচার্য প্রাণেশ ব্রহ্মচারী তাঁদের সামনে প্রথম যোগ দর্শন নিয়ে বক্তব্য রাখেন৷ এরপর বিভিন্ন যোগাসন প্রদর্শন করেন ও সেগুলিও উপকারিতার কথা বলেন৷ তিনি প্রায় শতাধিক ছাত্র ও শিক্ষককে যোগসাধনা শেখান৷

এরপর আচার্য প্রাণেশ ব্রহ্মচারীর বক্তব্য ও যোগ প্রশিক্ষণে উৎসাহিত হয়ে উত্তর দিনাজপুরে চোপরা কলেজ থেকেও আচার্য প্রাণেশ ব্রহ্মচারীকে তাঁদের কলেজে যোগসাধনা সম্পর্কে আলোচনার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে৷