যোগ দিবসে অসমের আনন্দমার্গ আশ্রমে যোগপ্রশিক্ষণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে জুন আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষ্যে অসমের আমবাগান আনন্দমার্গ আশ্রমে যোগদর্শন নিয়ে আলোচনা ও একই সঙ্গে যোগ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়৷ যোগদর্শন নিয়ে আলোচনা করেন আচার্য বিবেক ব্রহ্মচারী৷ তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে প্রায় ৭ হাজার বছর পূর্বে ভগবান শিব মানুষের সর্র্বত্মক কল্যাণের উদ্দেশ্যে এই যোগবিদ্যা মানুষের সমাজে প্রচার করেছিলেন৷ শিবের পর শ্রীকৃষ্ণ এই যোগবিদ্যাকে প্রচার করেন৷ আড়াইহ াজার বছর পূর্বে মহর্ষি পতঞ্জলি এই যোগবিদ্যার ওপর দর্শন রচনা করেন৷ বর্তমান কালে মহাযোগী পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী সর্বসাধারণের কল্যাণের উদ্দেশ্যে এই যোগবিদ্যাকে ৪টি স্তরে বিভাজিত করেন৷ সেগুলি হ’ল প্রারম্ভিক যোগ, সাধারণ যোগ, সহজ যোগ ও বিশেষ যোগ৷ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী বলেছেন , এই যোগসাধনা নিয়মিত অভ্যাসের দ্বারা ছোট ছোট ছেলেমেয়েরা , বৃদ্ধ-বৃদ্ধা স্কুল-কলেজ, বিশ্ব বিদ্যালয়ে পঠন-পাঠনরত ছাত্র-ছাত্রা, গবেষক, সবাই নিজেদের সার্বিক বিকাশ ঘটাতে পারে৷ বক্তব্যের শেষে আচার্য বিবেক ব্রহ্মচারী উপস্থিত কয়েকশ উৎসাহী মানুষকে যোগাসন প্রদর্শন করেন৷